Commonwealth Games 2022 : ভারতের ঝুলিতে চারটি পদক। সব কটিই এসেছে ভারোত্তোলনে।
বার্মিংহ্যাম : এবারের কমনওয়েলথ গেমসে এখনও অবধি ভারতের ঝুলিতে চারটি পদক। সব কটিই এসেছে ভারোত্তোলনে। বার্মিংহ্যাম গেমসে ভারতকে প্রথম পদক এনে দেন সংকেত সারগর। রুপো পান তিনি। চোটের জন্য সমস্যায় পড়েন সংকেত। হয়তো সোনাও জিততে পারতেন। সে দিকেই এগচ্ছিলেন সংকেত। ভারতের দ্বিতীয় পদক গুরুর হাত ধরে। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন গুরুরাজা পূজারী। বার্মিংহ্যামে পেলেন ব্রোঞ্জ। দিনের তৃতীয় পদক সবচেয়ে তৃপ্তির মুহূর্ত আনল ভারতবাসীদের মধ্যে। সোনা জিতলেন মীরাবাঈ চানু। টানা তিনটি কমনওয়েলথ গেমসে পদক। টানা দ্বিতীয়বার সোনা। ২০১৪ গ্লাসগোতে রুপো পেয়েছিলেন। এরপর গোল্ড কোস্টে গোল্ড, বার্মিংহ্যামেও তাই। দিনের শেষ পদক এল বিন্দিয়ারানির সৌজন্যে। রুপো পেলেন বিন্দিয়া।
- হকিতে জোড়া জয়। মেয়েদের হকিতে দিনের প্রথম ম্যাচে ঘানাকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ৩-১ জয়।
- মেয়েদের জিমন্যাস্টিক্স : নয় দেশের মধ্যে সবার শেষে ভারত।
- সুইমিং: ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভারতের শ্রীহরি নটরাজ। ফাইনালে সপ্তম স্থানে শেষ করেন শ্রীহরি।
- ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে অস্ট্রেলিয়াকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত।
- মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লভলিনা বোরগোহাইন। পুরুষদের বক্সিংয়ে রাউন্ড অফ সিক্সটিনে বিদায় সঞ্জিতের। আতো লিয়াও প্লদজিকির বিরুদ্ধে প্রথম দুই রাউন্ডে এগিয়ে ছিলেন সঞ্জিত।
- টেবল টেনিসে মেয়েদের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার কাছে ২-৩ হার ভারতের।