Published by: Sulaya Singha | Posted: July 31, 2022 6:45 pm| Updated: July 31, 2022 6:47 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথের প্রথম ম্যাচে লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিলেন হরমনপ্রীতরা। কিন্তু পরের ম্যাচেই এল দুর্দান্ত জয়। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুরমুশ করে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ জয় পকেটে পুরল ভারত।
বৃষ্টির কারণে এদিন ম্যাচ খানিকটা দেরিতে শুরু হয়। ওভার কমে হয় ১৮। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মারুফ। কিন্তু ভারতীয় প্রমিলাবাহিনীর ঝোড়ো বোলিংয়ের সামনে টিকতেই পারল না পাকিস্তানের টপ অর্ডার। মাত্র ৯৯ রানেই গুটিয়ে গেল তারা। দুটি করে উইকেট তুলে নেন স্নেহ রানা এবং রাধা যাদব। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে মুনিবা রানির ব্যাট থেকে।
জবাবে মাত্র ১১.৪ ওভারেই দু’উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। ৬৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ