IND vs WI 2nd T20I Live: টি ২০ সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত


India vs WI 2nd T20I Live Score: দ্বিতীয় টি ২০ তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, লাগেজ সমস্যায় দু ঘণ্টা পিছিয়েছে ম্যাচ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি ২০ লাইভ। (ছবি : নিজস্ব)

| Edited By: Dipankar Ghoshal


Aug 01, 2022 | 9:13 PM

Key Events

আকিল হোসেন

এখনও অবধি ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে প্রশংসনীয় পারফরম্যান্স বাঁ হাতি স্পিনার আকিল হোসেনের। ব্যাটিংয়েও ভরসা দিচ্ছেন। গত ম্যাচে অনবদ্য দুটি ক্যাচ নিয়েছেন।

হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়ার বোলিং ভালো হচ্ছে। ব্যাটিংয়ে ফিনিশারের ভূমিকায় আরও ভালো কিছু ইনিংসের প্রত্যাশা থাকবে তাঁর কাছে।

LIVE Cricket Score & Updates

  • 01 Aug 2022 09:12 PM (IST)

    সেইন্ট কিটসে, কিটস সমস্যা

    লাগেজ না আসায় দু ঘণ্টা পিছিয়েছে ম্যাচ। ভারতীয় সময় রাত ৮ টায় শুরু কথা ছিল দ্বিতীয় টি ২০। যদিও পরিবর্তিত সময় অনুযায়ী ১০ টায় শুরু হবে। লাগেজ সমস্যা এবারই প্রথম নয়! ১৯৯৪ সালে ভারতের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এমনই ঘটনা হয়েছিল। বিশাখাপত্তনমে ম্যাচে ওভার কমানো হয়েছিল। কেন না, বিশাখাপত্তনমের পরিবর্তে লাগেজ পৌঁছেছিল মাদ্রাসে (চেন্নাই)!

    তারও আগে ১৯৮৪ সালে জামশেদপুরে লাগেজ না পৌঁছনোয় ম্যাচই বাতিল হয়ে গিয়েছিল!

    ১০ টা তেও ম্যাচ শুরু হবে তো আজ!

সেইন্ট কিটস : ওয়ান ডে সিরিজে প্রথম দু ম্যাচে উপভোগ্য লড়াই দেখা গিয়েছিল। মনে করা হয়েছিল, টি ২০ সিরিজে ভারতকে জোর টক্কর দেবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি ২০ তে অবশ্য তা দেখা যায়নি। টরবায় ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে স্পিনারদের জন্য সহায়তা ছিল। ভারত তিন স্পিনার খেলিয়েছে। বোলিংয়ে সেটাি পার্থক্য গড়ে দিয়েছে। দ্বিতীয় টি ২০ সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে। এখানে পেসারদের জন্য সহায়তা। গতি ও বাউন্সের পিচে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ জানাতে পারে ভারতকে। একাদশ নিয়ে কিছুটা ভাবনার জায়গা থাকবে ভারতীয় শিবিরে। এখানেও তিন স্পিনার খেলানোর সম্ভাবনা কম। অশ্বিন-রবি বিষ্ণোইয়ের মধ্যে কাউকে জায়গা ছাড়তে হতে পারে। একাদশে ঢুকতে পারেন হর্ষল প্যাটেল। ওপেনিং কম্বিনেশনে নতুন কোনও চমক থাকে কী না সেটাও দেখার। এ বছর সাত জন ভিন্ন ওপেনার দেখা গিয়েছে টি ২০ তে।

Published On – Aug 01,2022 9:00 PM

Leave a Reply