India vs West Indies: দু ঘণ্টা পিছিয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি ২০


ম্যাচ শুরুর কথা ছিল ভারতীয় সময় রাত ৮ টায়।

Image Credit source: TWITTER

সেইন্ট কিটস : আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি ২০। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। ম্যাচ শুরুর কথা ছিল ভারতীয় সময় রাত ৮ টায়। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল, দু ঘণ্টা দেরীতে শুরু হবে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে একটি বিবৃতি পাঠানো হয়েছে এই মাত্র। প্রথম টি ২০ হয়েছিল টরবায়। ভারত এগিয়ে ১-০ তে। দ্বিতীয় ম্যাচ সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে। বিবৃতিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। ত্রিনিদাদ থেকে দলের প্রয়োজনীয় লাগেজ পৌঁছতে দেরী হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সময় রাত ৮ টার পরিবর্তে রাত ১০ টায় শুরু হবে ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিবৃতি

https://www.windiescricket.com/news/cwi-statement-delayed-start-time-for-2nd-goldmedal-t20i-cup-match-powered-by-kent-water-purifiers/

Leave a Reply