কমনওয়েলথে ফের সোনা, টেবিল টেনিসে চ্যাম্পিয়ন ভারত, রুপো জয় ভারোত্তোলক বিকাশের


Published by: Sulaya Singha |    Posted: August 2, 2022 8:44 pm|    Updated: August 2, 2022 8:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চম দিনে দ্বিতীয় সোনা ঘরে তুলল ভারত। ইতিহাস গড়ে মঙ্গলবারের প্রথম সোনাটি আনে ভারতীয় মহিলা লন বোল দল। আর দ্বিতীয় সোনা এল পুরুষ টেবিল টেনিস দলের হাত ধরে। এদিন দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন তকমা ধরে রাখল ভারতীয় দল।

ফাইনালে এদিন পুরুষ টেবিল টেনিস দল মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের। সেখানেই ৩-১ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে আরও একবার কমনওয়েলথের (Commonwealth Games 2022) মঞ্চে সোনা জিতল ভারতীয় দল। আর সেই সঙ্গে ভারতের ঝুলিতে সোনার সংখ্যা বেড়ে হয়ে গেল পাঁচ। টেবিল টেনিসে সাফল্যের দিন ভারোত্তোলনে ফের উজ্জ্বল ভারত। এদিন ৯৬ কেজি বিভাগের ফাইনালে মোট ৩৪৬ কেজি ওজন তুলে রুপো পেলেন ভারোত্তোলন বিকাশ ঠাকুর।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply