কাউন্টি অভিষেকেই হাফসেঞ্চুরি ক্রুণাল পান্ডিয়ার


কাউন্টি ক্রিকেটে অভিষেক হয়ে গেল ভারতীয় তারকা অল-রাউন্ডার ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya)। ওয়ারউইকশায়ারের (Warwickshire) হয়ে প্রথম ম্যাচ খেলে ফেললেন জুনিয়র পান্ডিয়া। এবং কাউন্টি অভিষেকেই হাফসেঞ্চুরি করলেন ক্রুণাল।


Aug 02, 2022 | 8:00 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 02, 2022 | 8:00 AM




কাউন্টি ক্রিকেটে অভিষেক হয়ে গেল ভারতীয় তারকা অল-রাউন্ডার ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya)। ওয়ারউইকশায়ারের (Warwickshire) হয়ে প্রথম ম্যাচ খেলে ফেললেন জুনিয়র পান্ডিয়া। এবং কাউন্টি অভিষেকেই হাফসেঞ্চুরি করলেন ক্রুণাল। (ছবি-ওয়ারউইকশায়ার টুইটার)

কাউন্টি ক্রিকেটে অভিষেক হয়ে গেল ভারতীয় তারকা অল-রাউন্ডার ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya)। ওয়ারউইকশায়ারের (Warwickshire) হয়ে প্রথম ম্যাচ খেলে ফেললেন জুনিয়র পান্ডিয়া। এবং কাউন্টি অভিষেকেই হাফসেঞ্চুরি করলেন ক্রুণাল। (ছবি-ওয়ারউইকশায়ার টুইটার)

ওয়ারউইকশায়ারে ক্রুণাল পান্ডিয়া যোগ দেওয়ার পর তাদের টুইটারে এই ভারতীয় তারকা অল-রাউন্ডারের ছবি পোস্ট করে লেখা হয়, "জীবনটা সুন্দর যখন তুমি একজন বিয়ার।" (ছবি-ওয়ারউইকশায়ার টুইটার)

ওয়ারউইকশায়ারে ক্রুণাল পান্ডিয়া যোগ দেওয়ার পর তাদের টুইটারে এই ভারতীয় তারকা অল-রাউন্ডারের ছবি পোস্ট করে লেখা হয়, “জীবনটা সুন্দর যখন তুমি একজন বিয়ার।” (ছবি-ওয়ারউইকশায়ার টুইটার)

ক্রুণাল নিজেও সোশ্যাল মিডিয়ায় ওয়ারউইকশায়ারের জার্সি পরে ছবি পোস্ট করে নতুন সফরের ব্যাপারে জানিয়েছেন। (ছবি-ক্রুণাল পান্ডিয়া টুইটার)

ক্রুণাল নিজেও সোশ্যাল মিডিয়ায় ওয়ারউইকশায়ারের জার্সি পরে ছবি পোস্ট করে নতুন সফরের ব্যাপারে জানিয়েছেন। (ছবি-ক্রুণাল পান্ডিয়া টুইটার)

২০২১ সালের কাউন্টি চ্যাম্পিয়ন হল ওয়ারউইকশায়ার। সেই দলে এ বার খেলছেন ক্রুণাল পান্ডিয়া। চেশায়ারের বিরুদ্ধে দলের হয়ে প্রথম ম্যাচে নেমেছিলেন ক্রুণাল। চেশায়ারকে ৩৩৭ রানের টার্গেট দিয়েছিল ওয়ারউইকশায়ার। (ছবি-ওয়ারউইকশায়ার টুইটার)

২০২১ সালের কাউন্টি চ্যাম্পিয়ন হল ওয়ারউইকশায়ার। সেই দলে এ বার খেলছেন ক্রুণাল পান্ডিয়া। চেশায়ারের বিরুদ্ধে দলের হয়ে প্রথম ম্যাচে নেমেছিলেন ক্রুণাল। চেশায়ারকে ৩৩৭ রানের টার্গেট দিয়েছিল ওয়ারউইকশায়ার। (ছবি-ওয়ারউইকশায়ার টুইটার)

কাউন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৪৩ বলে ৫২ রান করেন ক্রুণাল। ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৩টি ছয় দিয়ে। ওই ম্যাচে ১০৭ রানে জিতেছেন ক্রুণালরা। (ছবি-ওয়ারউইকশায়ার টুইটার)

কাউন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৪৩ বলে ৫২ রান করেন ক্রুণাল। ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৩টি ছয় দিয়ে। ওই ম্যাচে ১০৭ রানে জিতেছেন ক্রুণালরা। (ছবি-ওয়ারউইকশায়ার টুইটার)






Most Read Stories


Leave a Reply