সুশীলার পাশাপাশি জুডোতে পদক প্রাপ্তি বিজয় কুমার যাদবের


বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসের চতুর্থ দিন জুডোতে জোড়া পদক প্রাপ্তি হয়েছে ভারতের। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সুশীলা দেবীর রুপো পাওয়ার রেশ কাটতে না কাটতেই, পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পান বিজয় কুমার যাদব।


Aug 02, 2022 | 10:42 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 02, 2022 | 10:42 AM




বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন জুডোতে (Judo) জোড়া পদক প্রাপ্তি হয়েছে ভারতের। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সুশীলা দেবীর রুপো পাওয়ার রেশ কাটতে না কাটতেই, পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পান বিজয় কুমার যাদব (Vijay Kumar Yadav)। (ছবি-টুইটার)

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন জুডোতে (Judo) জোড়া পদক প্রাপ্তি হয়েছে ভারতের। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সুশীলা দেবীর রুপো পাওয়ার রেশ কাটতে না কাটতেই, পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পান বিজয় কুমার যাদব (Vijay Kumar Yadav)। (ছবি-টুইটার)

ব্রোঞ্জ পদক ম্যাচে ভারতীয় জুডোকা বিজয় কুমার যাদবের প্রতিপক্ষ ছিল সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলডস। (ছবি-পিটিআই)

ব্রোঞ্জ পদক ম্যাচে ভারতীয় জুডোকা বিজয় কুমার যাদবের প্রতিপক্ষ ছিল সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলডস। (ছবি-পিটিআই)

কমনওয়েলথ গেমসে পুরুষদের জুডোতে ৬০ কেজি বিভাগের ব্রোঞ্জ পদক ম্যাচে মাত্র ৫৮ সেকেন্ডেই বাজিমাত করেন বিজয়। এবং এই জয়ের ফলে বিজয় ভারতকে এ বারের কমনওয়েলথ গেমস থেকে অষ্টম পদকটি এনে দেন। (ছবি-পিটিআই)

কমনওয়েলথ গেমসে পুরুষদের জুডোতে ৬০ কেজি বিভাগের ব্রোঞ্জ পদক ম্যাচে মাত্র ৫৮ সেকেন্ডেই বাজিমাত করেন বিজয়। এবং এই জয়ের ফলে বিজয় ভারতকে এ বারের কমনওয়েলথ গেমস থেকে অষ্টম পদকটি এনে দেন। (ছবি-পিটিআই)

বিজয় কুমার ২০১৮ সালে হংকংয়ে এশিয়ান ওপেনে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তিনি ২০১৯ সালে ওয়ালসালে এবং ১০১৮ সালে জয়পুরে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। বিজয় ১০১৯ সালে লক্ষ্মণ রাজ্য পুরস্কার জিতেছিলেন। ক্যাডেট হিসেবে, তিনি এশিয়ান ক্যাডেট চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন এবং সিনিয়র হিসেবে তিনি ২০১৭ সালে পঞ্চম স্থানে ছিলেন। তিনি আইজেএফ ওয়ার্ল্ড ট্যুরেও অংশ নিয়েছিলেন। তিনি ২০১৯ সালে হংকংয়ে এশিয়ান ওপেনে ব্রোঞ্জ পদক অর্জন পেয়েছিলেন। (ছবি-পিটিআই)

বিজয় কুমার ২০১৮ সালে হংকংয়ে এশিয়ান ওপেনে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তিনি ২০১৯ সালে ওয়ালসালে এবং ১০১৮ সালে জয়পুরে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। বিজয় ১০১৯ সালে লক্ষ্মণ রাজ্য পুরস্কার জিতেছিলেন। ক্যাডেট হিসেবে, তিনি এশিয়ান ক্যাডেট চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন এবং সিনিয়র হিসেবে তিনি ২০১৭ সালে পঞ্চম স্থানে ছিলেন। তিনি আইজেএফ ওয়ার্ল্ড ট্যুরেও অংশ নিয়েছিলেন। তিনি ২০১৯ সালে হংকংয়ে এশিয়ান ওপেনে ব্রোঞ্জ পদক অর্জন পেয়েছিলেন। (ছবি-পিটিআই)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন বিজয় কুমারকে। তিনি লেখেন, "বিজয় কুমার যাদব কমনওয়েলথ গেমসে জুডোতে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং দেশকে গর্বিত করেছেন। তাঁর সাফল্য ভারতের খেলাধুলার ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ। তিনি আগামী দিনে সাফল্যের নতুন উচ্চতা অতিক্রম করতে থাকুন।" (ছবি-পিটিআই)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন বিজয় কুমারকে। তিনি লেখেন, “বিজয় কুমার যাদব কমনওয়েলথ গেমসে জুডোতে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং দেশকে গর্বিত করেছেন। তাঁর সাফল্য ভারতের খেলাধুলার ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ। তিনি আগামী দিনে সাফল্যের নতুন উচ্চতা অতিক্রম করতে থাকুন।” (ছবি-পিটিআই)






Most Read Stories


Leave a Reply