Women’s Euro Celebration: শুধু কি সৌরভই পারেন? ইউরো জিতে জার্সি খুলে উদযাপন মহিলা ফুটবলারের!


লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি উড়িয়ে বন্য সেলিব্রেশন করেছিলেন। সেই ইংল্যান্ডেই জয় উদযাপনের নতুন অধ্যায় লিখলেন চোলে কেলি। ইংল্যান্ডের মহিলা ফুটবল টিমের সদস্য।


Aug 02, 2022 | 7:30 AM

| Edited By: Tithimala Maji

Aug 02, 2022 | 7:30 AM




লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি উড়িয়ে বন্য সেলিব্রেশন করেছিলেন। সেই ইংল্যান্ডেই জয় উদযাপনের নতুন অধ্যায় লিখলেন চোলে কেলি। ইংল্যান্ডের মহিলা ফুটবল টিমের সদস্য। (ছবি:টুইটার)

লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি উড়িয়ে বন্য সেলিব্রেশন করেছিলেন। সেই ইংল্যান্ডেই জয় উদযাপনের নতুন অধ্যায় লিখলেন চোলে কেলি। ইংল্যান্ডের মহিলা ফুটবল টিমের সদস্য। (ছবি:টুইটার)

রবিবার ওয়েম্বলিতে আট বারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে উয়েফা ওমনেস ইউরোর ফাইনালে নেমেছিল ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোল করেন চোলে কেলি। (ছবি:টুইটার)

রবিবার ওয়েম্বলিতে আট বারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে উয়েফা ওমনেস ইউরোর ফাইনালে নেমেছিল ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোল করেন চোলে কেলি। (ছবি:টুইটার)

তারপরই বন্য সেলিব্রেশন কেলির। দর্শক ঠাসা ওয়েম্বলিতে জার্সি খুলে মাথার উপর ঘোরাতে ঘোরাতে ছুটলেন। অবাক হয়ে দেখল গোটা দুনিয়া।(ছবি:টুইটার)

তারপরই বন্য সেলিব্রেশন কেলির। দর্শক ঠাসা ওয়েম্বলিতে জার্সি খুলে মাথার উপর ঘোরাতে ঘোরাতে ছুটলেন। অবাক হয়ে দেখল গোটা দুনিয়া।(ছবি:টুইটার)

ছোট থেকে একটাই স্বপ্ন দেখেছেন। ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে ট্রফি জয়। তাই ইউরো কাপে দলের হয়ে জয়সূচক গোল করতেই আবেগ বাঁধ মানেনি। (ছবি:টুইটার)

ছোট থেকে একটাই স্বপ্ন দেখেছেন। ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে ট্রফি জয়। তাই ইউরো কাপে দলের হয়ে জয়সূচক গোল করতেই আবেগ বাঁধ মানেনি। (ছবি:টুইটার)

ইংল্যান্ডের সিনিয়র ফুটবলে সাফল্য বলতে তেমন নেই। সেই ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়। ৫৬ বছরে এল প্রথম মেজর ট্রফি। কেলির শেষমুহূর্তের গোলে ২-১ ব্যবধানে প্রথমবার উয়েফা ওমেন্স ইউরো জয় ইংল্যান্ডের।(ছবি:টুইটার)

ইংল্যান্ডের সিনিয়র ফুটবলে সাফল্য বলতে তেমন নেই। সেই ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়। ৫৬ বছরে এল প্রথম মেজর ট্রফি। কেলির শেষমুহূর্তের গোলে ২-১ ব্যবধানে প্রথমবার উয়েফা ওমেন্স ইউরো জয় ইংল্যান্ডের।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply