Published by: Sulaya Singha | Posted: August 3, 2022 9:05 am| Updated: August 3, 2022 9:05 am
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ম্যাচে ভারতকে লজ্জার হার উপহার দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তারই মধুর প্রতিশোধ নিল রোহিত অ্যান্ড কোং। সূর্যকুমারের তেজে জ্বলে উঠল টিম ইন্ডিয়া। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যেই চলতি টি-২০ সিরিজে ফের এগিয়ে গেল দল। তবে দিনের শেষে খানিকটা চিন্তায় রাখল অধিনায়ক রোহিত শর্মার চোট।
সোমবার অনেক দেরিতে শেষ হয়েছে ম্যাচ। ক্রিকেটারদের ক্লান্তির কথা ভেবে তাই মঙ্গলবারও ঘণ্টা দেড়েক দেরিতে খেলা শুরু হয় ওয়ার্নার পার্কে। যেখানে টসে জিতে পুরানদের ব্যাট করতে পাঠান রোহিত। কাইল মার্য়েস দুরন্ত ৭৩ রান করেন। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে বাকিরা সেভাবে টিকতে পারেননি। ভুবনেশ্বর কুমার তুলে নেন জোড়া উইকেট। পাঁচ উইকেটে ১৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শুরুতেই বড়সড় ধাক্কা খায় ভারত। পিঠে চোট লাগে ক্যাপ্টেন রোহিতের। পেশিতে টান ধরে তাঁর। ছুটে আসেন ফিজিও কমলেশ জৈন। তাঁর সঙ্গে খানিকক্ষণ আলোচনার পর ১১ রানেই রিটার্য়াড হার্ট হয়ে মাঠ ছাড়েন রোহিত। স্বাভাবিক ভাবেই তাঁর চোট চিন্তায় ফেলে দেয় সমর্থক তথা টিম ম্যানেজমেন্টকে। কারণ সামনে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সমস্ত টুর্নামেন্ট রয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে রোহিতের চোট প্রসঙ্গে জানানো হয়, “রোহিত শর্মার পিঠে চোট লেগেছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বিষয়টির দিকে নজর রেখেছে।” ম্যাচ শেষে রোহিত অবশ্য স্বস্তির কথা শোনান। বলে দেন, “এই মুহূর্তে ঠিকই আছি। পরের ম্যাচের আগে খানিকটা সময় আছে। আশা করছি ততদিনে একদম ঠিক হয়ে যাব।”
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ