Eastbengal-Emami: ‘ধরে নিন রেজিস্ট্রি বিয়ে হল’, ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া প্রসঙ্গে ইমামি কর্তা


গাঁটছড়া বেঁধে শুরু ইস্টবেঙ্গল-ইমামির একযোগে পথ চলা। ক্লাবের সঙ্গে সম্পন্ন চুক্তি। উন্মোচিত হল নতুন লোগো। পেশাদারিত্বের মোড়কে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী সংস্থা।


Aug 03, 2022 | 8:00 AM

| Edited By: Tithimala Maji

Aug 03, 2022 | 8:00 AM




গাঁটছড়া বেঁধে শুরু ইস্টবেঙ্গল-ইমামির একযোগে পথ চলা। ক্লাবের সঙ্গে সম্পন্ন চুক্তি। উন্মোচিত হল নতুন লোগো। পেশাদারিত্বের মোড়কে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী সংস্থা। (ছবি নিজস্ব)

গাঁটছড়া বেঁধে শুরু ইস্টবেঙ্গল-ইমামির একযোগে পথ চলা। ক্লাবের সঙ্গে সম্পন্ন চুক্তি। উন্মোচিত হল নতুন লোগো। পেশাদারিত্বের মোড়কে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী সংস্থা। (ছবি নিজস্ব)

গত মে মাসে নবান্ন থেকে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর হিসেবে ইমামির নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা বাস্তব রূপ পেল মঙ্গলবার। (ছবি নিজস্ব)

গত মে মাসে নবান্ন থেকে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর হিসেবে ইমামির নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা বাস্তব রূপ পেল মঙ্গলবার। (ছবি নিজস্ব)

ইমামি ইস্টবেঙ্গলের বোর্ডে ইমামির ৭৭ শতাংশ শেয়ার রয়েছে। ২৩ শতাংশ শেয়ার ইস্টবেঙ্গলের। বোর্ডে ইমামির ৭ জন এবং ক্লাবের তরফে ৩ জন ডিরেক্টর থাকবেন।(ছবি নিজস্ব)

ইমামি ইস্টবেঙ্গলের বোর্ডে ইমামির ৭৭ শতাংশ শেয়ার রয়েছে। ২৩ শতাংশ শেয়ার ইস্টবেঙ্গলের। বোর্ডে ইমামির ৭ জন এবং ক্লাবের তরফে ৩ জন ডিরেক্টর থাকবেন।(ছবি নিজস্ব)

কথা কম কাজ বেশি। এই মনোভাব নিয়ে এগোতে চান, স্পষ্ট জানিয়ে দিলেন ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল। চুক্তি কত বছরের তা খোলসা না করে হেঁয়ালি করে তিনি বললেন, "এটা রেজিস্ট্রি বিয়ে বলে ধরে নিন। বিচ্ছেদের কথা ভাবছি না।"(ছবি নিজস্ব)

কথা কম কাজ বেশি। এই মনোভাব নিয়ে এগোতে চান, স্পষ্ট জানিয়ে দিলেন ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল। চুক্তি কত বছরের তা খোলসা না করে হেঁয়ালি করে তিনি বললেন, “এটা রেজিস্ট্রি বিয়ে বলে ধরে নিন। বিচ্ছেদের কথা ভাবছি না।”(ছবি নিজস্ব)






Most Read Stories


Leave a Reply