চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দুই দেশের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে ভারত।
Image Credit source: BCCI Twitter
নয়াদিল্লি: ভারত সফরে এ বার আসতে চলেছে অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। এশিয়া কাপের ঠিক পরেই, এই দুই দেশের সঙ্গেই সীমিত ওভারের সিরিজে খেলবে মেন ইন ব্লু। বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে আজ, বুধবার প্রকাশিত হয়েছে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হোম সিরিজের সূচি। চলতি বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে রোহিত শর্মার ভারত। তারপর টিম ইন্ডিয়া প্রোটিয়াদের বিরুদ্ধে দেশের মাটিতেই খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ও ৩টি ওয়ান ডে ম্যাচের সিরিজ।
ভারতের হোম সিরিজের যে সূচি প্রকাশ করেছে বিসিসিআই, সেই সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে মোহালিতে। এরপর অজিদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে নাগপুর এবং হায়দরাবাদে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুড়ি-বিশের ক্রিকেটের সিরিজ শেষ হওয়ার পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ শুরু হবে তিরুবনন্তপুরমে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে হবে সেই ম্যাচ। এরপর ইন্দোরে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলবে ভারত।
Take a look at #TeamIndia‘s home series fixture against Australia. ?#INDvAUS pic.twitter.com/zwNuDtF32R
— BCCI (@BCCI) August 3, 2022
টি-২০ সিরিজ শেষ হওয়ার ঠিক ১ দিন পরই, ৬ অক্টোবর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। প্রথম ম্যাচ হবে লখনউতে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে হবে যথাক্রমে রাঁচি ও দিল্লিতে।
Check out the #INDvSA home series schedule. ?#TeamIndia | @BCCI | @OfficialCSA pic.twitter.com/jo8zC4hjDq
— BCCI (@BCCI) August 3, 2022
উল্লেখ্য, চলতি অগস্টেই জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে ভারত অধিনায়কের দায়িত্বে থাকবেন শিখর ধাওয়ান। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচে খেলবে ভারত। হারারে স্পোর্টস ক্লাবে ১৮, ২০ ও ২২ অগস্ট হবে সেই তিনটি ওয়ান ডে ম্যাচ। এরপর এশিয়া কাপে ভারত খেলবে ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে। ৩১ অগস্ট যোগ্যতাঅর্জনকারী দলের বিরুদ্ধে ম্যাচ ভারতের। তারপরই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ রোহিতদের।