Rohit Sharma Injury Update: কতটা গুরুতর রোহিতের চোট? ইনজুরি নিয়ে নিজেই আপডেট দিলেন ক্যাপ্টেন


চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরের ম্যাচগুলিতে রোহিত শর্মাকে পাওয়া নিয়ে সংশয়। মঙ্গলবারের ম্যাচের পর রোহিত বলেন, “পরের ম্যাচ দেরিতে রয়েছে, ততদিনে ঠিক হয়ে যাব।” আপাতত বিসিসিআইয়ের মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন ক্যাপ্টেন।

চোট কতটা গুরুতর? জানালেন রোহিত

Image Credit source: Twitter

সেন্ট কিটস: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে কামব্যাক করেছে ভারত। সিরিজ এখন ২-১। তবে রোহিত শর্মার চোট ভারতীয় সমর্থকদের মনে আতঙ্ক ধরিয়েছে। মঙ্গলবার ওপেন করতে নেমে মাত্র ৫টি বল খেলে ১১ রান করেন। যার মধ্যে রয়েছে ১টি চার ও ১টি ছয়। যে আক্রমণাত্মক ভঙ্গিতে ইনিংসের সূচনা করেছিলেন রোহিত তাতে মনে হচ্ছিল বিপক্ষের বোলারদের পিটিয়ে আজ ছাতু বানাবেন। কিন্তু কোমরের সমস্যা সব পরিকল্পনায় জল ঢেলে দেয়।

জানা গিয়েছে, সুইপ শট খেলতে গিয়ে কোমরে যন্ত্রণা অনুভূত হয় তাঁর। টান লাগে মাংসপেশীতে। রোহিত অবসৃত হয়ে মাঠ ছাড়ার পর বিসিসিআইয়ের তরফে টুইটারে তাঁর চোট নিয়ে আপডেট দেওয়া হয়। টুইটে লেখা রয়েছে, ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাক স্প্যাজম রয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে পরীক্ষা করছে। এর মধ্যে সিরিজের বাকি ম্যাচগুলিতে রোহিতকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ম্যাচ শেষে অনুরাগীদের কিছুটা আশ্বস্ত করেছেন অধিনায়ক। নিজের চোটের বিষয়ে বলেন, “যন্ত্রণা নেই। এখন ঠিক আছি। তৃতীয় ম্যাচের এখন দেরি রয়েছে। আশা করি ততদিনে ঠিক হয়ে যাব।” রোহিতের চোট কতটা গুরুতর তা ম্যাচের দিনই বোঝা যাবে। ততদিনে বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন ক্যাপ্টেন।

তৃতীয় টি-২০ ম্যাচে জয় নিয়ে অধিনায়ক বলেন, “ম্যাচে আমরা মাঝের ওভারগুলিতে দারুণ বল করেছি। একইসঙ্গে যেভাবে রান তাড়া করেছি সেটা তারিফযোগ্য। সূচনাটা ভালো হলে বড় ইনিংসের দিকে এগোনো যায়। সূর্য আজ সেটাই করে দেখিয়েছে। ৩০-৪০ রান ঠিকঠাক। তবে আপনি যদি ৭০-৮০ রানে পৌঁছে যান সেখান থেকে আরও ভালো ইনিংস খেলার তাগিদ বেড়ে যায়। শ্রেয়াস আইয়ারের সঙ্গে ওর পার্টনারশিপ দারুণ ছিল।”



Leave a Reply