Upwork কিভাবে কাজ করব 2022 – সফল ফ্রিল্যান্সার


যারা নতুন ফ্রিল্যান্সিং কাজ শুরু করছেন তাদের মধ্যে অনেক জানতে চেয়েছেন Upwork কিভাবে কাজ করব? তাদের প্রশ্নের সকল উত্তর আজকের এই আর্টিকেলে দিবো।

নতুন ফ্রিল্যান্সিং শুরু করে কাজ শেখার পরে একজন ফ্রিল্যান্সের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো ক্লায়েন্ট খুঁজে পাওয়া। অনেকে আছেন যারা ক্লায়েন্ট খুঁজে না পেয়ে কাজ ছেড়ে দিয়েছে।

আপওয়ার্ক হলো এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে একজন ফ্রিল্যান্সার এবং একজন ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ সৃষ্টি করে দেয়।

এতে একজন ফ্রিল্যান্সারের কাজ পেতে এবং একজন ক্লায়েন্টের কাজ করতে সুবিধা হয়। মানে এই প্লাটফর্ম উভয়ের কাজের ব্যাপারে সহজ করে দিয়েছে।

বর্তমানে আপওয়ার্ক মার্কেটপ্লেসে ১ কোটির বেশি ফ্রিল্যান্সার কাজ করছে। এখানে কাজের পরিমান রয়েছে ৪ লাখের বেশি। আপনার যদি ভালো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে খুব সহজে কাজ পেয়ে যাবেন।

আপওয়ার্ক কিভাবে কাজ করবেন সেটা জানার আগে চলুন আমরা জেনে আসি Upwork কি (Upwork ki) বা কাকে বলে। 

Upwork কি? (What is Upwork in bangla)

Upwork হলো ফ্রিল্যান্সাদের জন্য সব থেকে বড় অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। যার নাম শুরুতে ওডেক্স থাকলেও ২০১৩ সালের পর থেকে আপওয়ার্ক করা হয়েছে।

সহজ ভাবে বলতে গেলে আপওয়ার্ক হলো একটি অনলাইন ওয়েবসাইট। যার প্রধান কাজ হলো একজন ফ্রিল্যান্সার এবং একজন ক্লায়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করা।

আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ইন্টারনেটের মাধ্যমে আপওয়ার্ক ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। ফ্রিল্যান্সাররা তাদের ইনকাম করা অর্থ আপওয়ার্কের সাথে ভাগ করে নেই।

একজন freelancer যখন একজন ক্লায়েন্ট / বায়ার এর কাজ থেকে যে অর্থ কাজের বিনিময়ে আয় করে তার থেকে নিদিষ্ট পরিমাণ একটা ফি কেটে নেই আপওয়ার্ক।

যেমন ধরুন একজন ফ্রিল্যান্সার যখন প্রথম আপওয়ার্ক এর মাধ্যমে কাজ করে ক্লায়েন্টের থেকে $৫০০ ডলার আয় করে তখন ২০% ফি কেটে নেয় আপওয়ার্ক।

আবার যখন $৫০১ থেকে $১০০০ পর্যন্ত আয় করে তখন আপওয়ার্ক ১০% ফি কেটে নেয়। ফ্রিল্যান্সারের আয় যখন ১০ হাজার ডলার এর বেশি হবে তখন ৫% ফি কেটে নিবে।

অর্থাৎ আপনি আপওয়ার্ক থেকে যত বেশি অর্থ আয় করবেন ততই কম পরিমান ফি কেটে নিবে Upwork. এছাড়া ক্লায়েন্টের দিক থেকেও বিভিন্ন ধরনের ফি কেটে নেয় আপওয়ার্ক।

আশাকরি আপওয়ার্ক কি আপনি সহজে বুঝতে পারছেন। চলুন এবার জেনে আসি আপওয়ার্কে কি ধরনের কাজ পাওয়া যাবে।

Upwork এ কি কি কাজ পাওয়া যায়?

বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে সব থেকে বড় অনলাইন মার্কেটপ্লেস হলো আপওয়ার্ক। আপওয়ার্ক সাইটে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন।

এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্যাটাগরির কাজ নিচে তুলে ধরা হয়েছে।

  • গ্রাফিক্স ডিজাইন 
  • ওয়েব ডিজাইন
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
  • ডাটাএন্টি
  • ওয়েব ডেভেলপমেন্ট 
  • অ্যাপ ডেভেলপমেন্ট 
  • ডিজিটাল মার্কেটিং
  • ফটোগ্রাফি ও এডিটিং 
  • ভিডিও এডিটিং 
  • কনটেন্ট রাইটিং
  • অনুবাদ করা
  • অ্যানিমিশন ইত্যাদি।

Upwork কিভাবে কাজ করব 2022

আপওয়ার্কে কাজ করার জন্য উপরে বলা যেকোনো একটি কাজের উপর আপনাকে খুব ভালো ভাবে দক্ষতা অর্জন করতে হবে।

তারপর আপনি Upwork account এ গিয়ে একটা একাউন্ট তৈরি করবেন। কিভাবে একাউন্ট তৈরি করবেন আমি নিচে বলে দিয়েছি।

একাউন্ট তৈরি করার পরে প্রোফাইলে আপনার কাজ এবং কাজের অভিজ্ঞতা তুলে ধরুন। আপনি কাজ করে কত অর্থ নিতে চান সেটাও তুলে ধরুন। 

এরপর ক্লায়েন্টের কাজ গুলো আপনার কাজের অভিজ্ঞতার সাথে মিলে গিলে আপনি ক্লায়েন্টকে কাজের জন্য প্রপোজাল পাঠান।

ক্লায়েন্টরা কাজে আগ্রাহী ফ্রিল্যান্সারদের তালিকা দেখে তাদের মধ্যে থেকে যেকোনো একজনকে সিলেক্ট করবেন। এখানে বেশি ভাগ সিলেক্ট করা হয় যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের।

এরপর ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার দুজন কাজের বিষয় চুক্তিবদ্ধ হয়। অনেক সময় ক্লায়েন্ট একটি কাজের জন্য একাধিক ফ্রিল্যান্সারের সাথে চুক্তিবদ্ধ হয়।

আবার ক্লায়েন্ট ইচ্ছে করলে ফ্রিল্যান্সাদের প্রোফাইল দেখে তাকে কাজের বিষয় আমন্ত্রণ জানাতে পারে।

মনে রাখবেন, আপনি কখনো ভালো কাজ না শিখে মার্কেটপ্লেসে গিয়ে কাজের জন্য ক্লায়েন্টকে প্রপোজল পাঠাবেন না। প্রথমে কাজের বিষয় অভিজ্ঞতা অর্জন করুন তারপর মার্কেটপ্লেসে কাজ করতে আসুন।

Upwork একাউন্ট খোলার নিয়ম?

আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং Upwork একাউন্টে কাজ করতে চান তাহলে আপনাকে একটি আপওয়ার্ক একাউন্ট খুলতে হবে।

কিভাবে Upwork একাউন্ট খুলতে হয় আমি নিচে বলে দিয়েছি। আপনি নিয়ম গুলো অনুসারন করলে সহজে Upwork account খুলতে পারবেন।

আপনি আপওয়ার্ক একাউন্ট দুই ভাবে খুলতে পারবেন এক Upwork.com এই ওয়েবসাইটের মাধ্যমে দুই Upwork app এর মাধ্যমে।

তবে, আজকে আমি আপনাকে Upwork.com এই ওয়েবসাইটের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম দেখাবো।

  • প্রথমে Upwork.com এই ওয়েবসাইটে গিয়ে Sign Up অপশনে ক্লিক করুন।
  • আপনি যদি freelancer হয়ে কাজ করতে চান তাহলে I’m a freelancer, looking for work এই অপশনে ক্লিক করুন।
  • আর যদি ক্লায়েন্ট হয়ে কাজ করাতে চান তাহলে I’m a client, hiring for a project অপশনে ক্লিক করে নিচে থাকা Apply as a Freelancer অপশনে ক্লিক করুন।
  • এরপর First Name, Last Name, Email, Password, Bangladesh সিলেক্ট করে Create my account অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার ইমেইল ভেরিফাই করে নিন।
  • এবার আপনার আপওয়ার্ক একাউন্ট এপ্রুভ হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন।

আপনার আপওয়ার্ক একাউন্ট এপ্রুভ হওয়ার পরে নিচে উল্লেখ করা বিষয় গুলো অনুসারণ করতে হবে। এতে আপনার কাজ পাওয়ার সম্ভবনা অনেক বেড়ে যাবে।

আপনার একাউন্ট তৈরি করার পরে ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করে দরকারি সকল সঠিক তথ্য গুলো দিন। ভুল তথ্য দিলে কিন্তু আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন।

আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্ত করে আপনি “আপওয়ার্ক প্রোফাইল” সাজান। তাহলে সহজে কাজ পাবেন।

কিভাবে আপওয়ার্ক এ কাজ পাবেন?

আপওয়ার্ক ওয়েবসাইট লগইন করার পরে “ফাইন্ড ওয়ার্ক” অপশনে প্রবেশ করে ফিড অপশন থেকে আপনার পছন্দের কাজ খুঁজে নিতে পারবেন।

যে কাজ আপনার পছন্দ হবে সেই কাজের বিষয় বিস্তারিত তথ্য পড়ে নিবেন। যদি কাজটি আপনার কাছে সহজ মনে হয় তাহলে “সেন্ড এ প্রপোজল” অপশনে ক্লিক করুন।

এই সেন্ড এ প্রপোজল অপশনে আপনার নিজের পরিচয়, কাজের অভিজ্ঞতা, সম্মানী সম্পর্কে লিখে দিবেন। প্রপোজল লেখার সময় Hi বা Hello দিয়ে শুরু করবেন এবং শেষে Thanks লিখে শেষ করবেন।

ক্লায়েন্ট যদি আপনাকে পছন্দ করে এবং আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে তাহলে আপনার সাথে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করবেন।

Upwork থেকে কিভাবে টাকা তুলব?

আপওয়ার্ক থেকে টাকা তুলার জন্য আপনি বাংলাদেশ থেকে অনেক গুলো পেমেন্ট মেথড যুক্ত করতে পারবেন।

তবে, বাংলাদেশের অধিকাংশ ফ্রিল্যান্সার যারা আপওয়ার্ক একাউন্ট কাজ করে তারা প্রায় সকলে Payoneer একাউন্ট এর মাধ্যমে টাকা তুলে থাকে।

আপনিও একটি পেওনিয়ার একাউন্ট খুলে তার মাধ্যমে আপওয়ার্ক থেকে টাকা তুলতে পারবেন। কিভাবে পেওনিয়ার একাউন্ট খুলতে হয় জানতে নিচের আর্টিকেলটি পড়ুন।

Payoneer একাউন্ট খোলার নিয়ম

এছাড়া আপনি পেপাল একাউন্টের মাধ্যমে আপওয়ার্ক থেকে টাকা তুলতে পারবেন। কিন্ত আমাদের বাংলাদেশে এখনো পেপাল একাউন্ট চালু হয়নি। তবে, আশাকরি খুব দ্রুত চালু হবে।

আবার সরাসরি ব্যাংক একাউন্ট যুক্ত করে আপওয়ার্ক থেকে টাকা ব্যাংকে আনতে পারবেন। তবে, আমি আপনাকে পরামর্শ দিবো payoneer account এর মাধ্যমে টাকা তোলার জন্য।

শেষ কথা

তাহলে আজকে আমরা জানলাম Upwork কি এবং Upwork কিভাবে কাজ করব এর সম্পর্কে। আশাকরি আপওয়ার্ক একাউন্ট সম্পর্কে আপনার কিছুটা ধারণা হয়েছে।

আপনি যদি আপওয়ার্ক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে চান তাহলে কমেন্টে লিখে জানাবেন। তাছাড়া ফেসবুকে আপওয়ার্ক বাংলাদেশ একটি গ্রুপ রয়েছে সেখানে করতে পারেন।

Leave a Reply