কমনওয়েলথের সপ্তম দিনের আগে জেনে নিন কত পদক এসেছে ভারতের ঝুলিতে?


Birmingham Commonwealth Games 2022 Medals Table in Bengali: আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সপ্তম দিন। আজও ভারতের পদক সংখ্যা বাড়ার সুযোগ রয়েছে।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়েই চলেছে…

বার্মিংহ্যাম: আজ, বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) সপ্তম দিন। এ বারের কমনওয়েলথ গেমসের একটা করে দিন এগিয়ে চলেছে, আর ভারতের পদক সংখ্যা বাড়ছে। এখনও অবধি বার্মিংহ্যাম থেকে মোট ১৮টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ এই মাল্টি স্পোর্টস ইভেন্টের সপ্তম দিন। আজ বার্মিংহ্যাম থেকে ভারতের একাধিক পদক লাভের সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন কোন বিভাগ থেকে এই ১৮টি পদক (Commonwealth Games 2022 Medals Tally) পেয়েছেন ভারতের কোন অ্যাথলিটরা…

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা কী কী পদক পেয়েছেন?

১) সোনা – ৫টি

২) রুপো – ৬টি

৩) ব্রোঞ্জ – ৭টি

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কোন ভারতীয় অ্যাথলিটরা পদক লাভ করেছেন?

১) মীরাবাঈ চানু – সোনা, মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন

২) জেরেমি লালরিননুনগা – সোনা, পুরুষদের ৬৭ কেজি – ভারোত্তোলন

৩) অচিন্ত্য শিউলি – সোনা, পুরুষদের ৭৩ কেজি – ভারোত্তোলন

৪) সংকেত মহাদেব সারগর – রুপো, পুরুষদের ৫৫ কেজি – ভারোত্তোলন

৫) বিন্দিয়ারানি দেবী – রুপো, মহিলাদের ৫৫ কেজি – ভারোত্তোলন

৬) সুশীলা দেবী লিকমাবাম – রুপো, মহিলাদের ৪৮ কেজি – জুডো

৭) গুরুরাজা পূজারি – ব্রোঞ্জ, পুরুষদের ৬১ কেজি – ভারোত্তোলন

৮) বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ, পুরুষদের ৬০ কেজি – জুডো

৯) হরজিন্দর কৌর – ব্রোঞ্জ, মহিলাদের ৭১ কেজি – ভারোত্তোলন

১০) মেয়েদের লন বল ফোর টিম- সোনার পদক

১১) পুরুষদের টেবল টেনিস দল – সোনা

১২) বিকাশ ঠাকুর – রুপো, পুরুষদের ৯৬ কেজি – ভারোত্তোলন

১৩) ব্যাডমিন্টন মিক্সড টিম – রুপো

১৪) তেজস্বিন শংকর – পুরুষদের হাই জাম্প – ব্রোঞ্জ

১৫) তুলিকা মান – রুপো, মহিলাদের +৭৮ জুডো

১৬) সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস – স্কোয়াশ

১৭) লভপ্রীত সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯ কেজি – ভারোত্তোলন

১৮) গুরদীপ সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯+ কেজি – ভারোত্তোলন

এই মুহূর্তে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

১) অস্ট্রেলিয়া (৪৬টি সোনা, ৩৮টি রুপো, ৩৯টি ব্রোঞ্জ) – মোট- ১২৩টি

২) ইংল্যান্ড (৩৯১টি সোনা, ৩৭টি রুপো, ২৯টি ব্রোঞ্জ) – মোট- ১০৫টি

৩) কানাডা (১৬টি সোনা, ২০টি রুপো, ২১টি ব্রোঞ্জ) – মোট- ৫৭টি

৪) নিউজিল্যান্ড (১৬টি সোনা, ১০টি রুপো, ১০টি ব্রোঞ্জ) – মোট- ৩৬টি

৫) স্কটল্যান্ড (৭টি সোনা, ৮টি রুপো, ১৭টি ব্রোঞ্জ) – মোট- ৩২টি

৬) দক্ষিণ আফ্রিকা (৬টি সোনা, ৭টি রুপো, ৭টি ব্রোঞ্জ) – মোট- ২০টি

এই খবরটিও পড়ুন



৭) ভারত (৫টি সোনা, ৬টি রুপো, ৭টি ব্রোঞ্জ) – মোট-১৮টি

Leave a Reply