তিলোত্তমায় হাজির ইস্টবেঙ্গল ও মহমেডানের কোচ


কলকাতার দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল ও মহমেডানের দুই কোচ আজ, বৃহস্পতিবার চলে এসেছেন কলকাতায়। মহমেডানের কোচ আন্দ্রে চের্নিশভকে সংবর্ধনা জানাতে কলকাতা বিমানবন্দরে ক্লাবের পক্ষ থেকে দিব্যেন্দু বিশ্বাস সহ ক্লাবের কর্তা, সমর্থকরা হাজির ছিলেন। পাশাপাশি ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কন্সট্যান্টাইনকে সংবর্ধনা জানাতে হাজির ছিল লাল-হলুদের কর্তারা। সমর্থকরাও উষ্ণ অভ্যর্থনা জানান স্টিফেনকে।


Aug 04, 2022 | 2:18 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 04, 2022 | 2:18 PM




কলকাতার দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal) ও মহমেডানের (Mohammedan SC) দুই কোচ আজ, বৃহস্পতিবার চলে এসেছেন কলকাতায়।

কলকাতার দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal) ও মহমেডানের (Mohammedan SC) দুই কোচ আজ, বৃহস্পতিবার চলে এসেছেন কলকাতায়।

মহমেডানের কোচ আন্দ্রে চের্নিশভকে সংবর্ধনা জানাতে কলকাতা বিমানবন্দরে ক্লাবের পক্ষ থেকে দিব্যেন্দু বিশ্বাস সহ ক্লাবের কর্তা, সমর্থকরা হাজির ছিলেন।

মহমেডানের কোচ আন্দ্রে চের্নিশভকে সংবর্ধনা জানাতে কলকাতা বিমানবন্দরে ক্লাবের পক্ষ থেকে দিব্যেন্দু বিশ্বাস সহ ক্লাবের কর্তা, সমর্থকরা হাজির ছিলেন।

বেশ কয়েকদিন আগেই অনুশীলন শুরু করে দিয়েছে মহমেডান। এ বার কোচও যোগ দিলেন দলের সঙ্গে। নৈহাটি স্টেডিয়ামে ৬ অগস্ট মহমেডান ও মোহনবাগানের একটি প্রীতি ম্যাচ হবে।

বেশ কয়েকদিন আগেই অনুশীলন শুরু করে দিয়েছে মহমেডান। এ বার কোচও যোগ দিলেন দলের সঙ্গে। নৈহাটি স্টেডিয়ামে ৬ অগস্ট মহমেডান ও মোহনবাগানের একটি প্রীতি ম্যাচ হবে।

ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কন্সট্যান্টাইনকে সংবর্ধনা জানাতে হাজির ছিল লাল-হলুদের কর্তারা। সমর্থকরাও উষ্ণ অভ্যর্থনা জানান স্টিফেনকে।

ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কন্সট্যান্টাইনকে সংবর্ধনা জানাতে হাজির ছিল লাল-হলুদের কর্তারা। সমর্থকরাও উষ্ণ অভ্যর্থনা জানান স্টিফেনকে।

কলকাতা বিমানবন্দরের ভেতরে স্টিফেন কন্সট্যান্টাইনকে মালা পরিয়ে এবং ইস্টবেঙ্গলের দলীয় পতাকা গায়ে জড়িয়ে দেন ইস্টবেঙ্গলের সমর্থকরা।

কলকাতা বিমানবন্দরের ভেতরে স্টিফেন কন্সট্যান্টাইনকে মালা পরিয়ে এবং ইস্টবেঙ্গলের দলীয় পতাকা গায়ে জড়িয়ে দেন ইস্টবেঙ্গলের সমর্থকরা।

ইস্টবেঙ্গল ক্লাব ইমামির সঙ্গে গাটছড়া বাঁধার পর দলের কোচের দায়িত্ব নেন ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কন্সট্যান্টাইন। লাল-হলুদকে সাফল্য এনে দেওয়াই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

ইস্টবেঙ্গল ক্লাব ইমামির সঙ্গে গাটছড়া বাঁধার পর দলের কোচের দায়িত্ব নেন ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কন্সট্যান্টাইন। লাল-হলুদকে সাফল্য এনে দেওয়াই এখন তাঁর একমাত্র লক্ষ্য।






Most Read Stories


Leave a Reply