শনিরাতে ফ্লোরিডার লাউডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে কোন দল করবে বাজিমাত সেদিকে বিশেষ নজর থাকবে।
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০ ম্যাচ
ফ্লোরিডা: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজ বর্তমানে দাঁড়িয়ে ২-১। ভিসা সমস্যা কাটিয়ে দুই দলই পৌঁছে গিয়েছে মিয়ামিতে। আজ দুই দলই অনুশীলনে নামবে। আগামীকাল, শনিবার ভারতের কাছে সুযোগ থাকবে সিরিজ পকেটে পুরে ফেলার। তবে নিকোলাস পুরানের দলের সামনেও সুযোগ রয়েছে সিরিজে সমতা ফেরানোর। তৃতীয় টি-২০ ম্যাচ চলাকালীন, ভারতের ইনিংসের সময় ব্যাক স্প্যাজমের জন্য মাঠ ছেড়ে চলে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে, সিরিজের চতুর্থ ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে। যদিও তৃতীয় ম্যাচের শেষে রোহিত জানিয়েছিলেন, পরের ম্যাচের আগে হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। এ বার দেখার চতুর্থ ম্যাচে রোহিতকে পাওয়া যায় কিনা। শনিরাতে ফ্লোরিডার লাউডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে কোন দল করবে বাজিমাত সেদিকে বিশেষ নজর থাকবে।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩ টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৫টি ম্যাচে জিতেছে ভারত ও ৭টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল শনিবার (৬ অগস্ট) হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি ফ্লোরিডার লাউডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৮টা নাগাদ। ম্যাচের আগে ৭ টা ৩০ নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ত কিনেছে ফ্যানকোড। ফলে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে ফ্যানকোড নামের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে। তবে ফ্যানকোডে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে দর্শকদের। এ ছাড়াও টিভিতে ডিডি স্পোর্টস ১.০-তে লাইভ দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ : রোহিত শর্মা/ঈশান কিষাণ/সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য প্রথম একাদশ : কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, ডেভন থমাস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়