CWG 2022: কমনওয়েলথ গেমসে ফের সোনা, অলিম্পিকের আক্ষেপ মেটালেন বজরং


Commonwealth games 2022: ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে সোনায় শেষ করলেন। চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কুস্তিতে প্রথম সোনা ভারতের। বজরং এই নিয়ে টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে পদক পেলেন। 

বজরংয়ের সোনা

Image Credit source: Twitter

বার্মিংহ্যাম:  স্টেডিয়াম জুড়ে ইন্ডিয়া…ইন্ডিয়া রব। বার্মিংহ্যাম নাকি হরিয়ানা বোঝা দায়। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সোনাজয়ী কুস্তিগিরের কাছে গোল্ড মেডেল ছাড়া অন্য কিছু আশা করছিল না দেশবাসী। প্রত্যাশার মান রাখলেন হরিয়ানার কুস্তিগির। পুরুষদের ৬৫ কেজি বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে হারিয়ে সোনার পদক জিতলেন বজরং। চোটের কারণে টোকিও অলিম্পিকে হতাশা নিয়ে শেষ করেছিলেন। কমনওয়েলথ গেমসকে ট্র্যাকে ফেরার জন্য পাখির চোখ করেছিলেন। তাতে সর্বতভাবে সফল বজরং পুনিয়া। ফাইনাল ম্যাচে শুরু থেকেই তাঁর দাপট ছিল। ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে সোনায় শেষ করেন। চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কুস্তিতে প্রথম সোনা ভারতের। বজরং এই নিয়ে টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে পদক পেলেন।

HATTRICK FOR BAJRANG AT CWG ???

Tokyo Olympics ?medalist, 3 time World C’ships medalist @BajrangPunia is on winning streak ?? to bag his 3rd consecutive medal at #CommonwealthGames ? ??

Utter dominance by Bajrang (M-65kg) to win ? #Cheer4India #India4CWG2022
1/1 pic.twitter.com/MmWqoV6jMw

— SAI Media (@Media_SAI) August 5, 2022

চলতি কমনওয়েলথ গেমসে আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে কুস্তির লড়াই। ভারোত্তোলনে দশ দশখানা পদকের পর দেশের একঝাঁক কুস্তিগির পদক নিশ্চিত করলেন এক এক করে। শুরুটা করেছিলেন বজরং পুনিয়া। এরপর একে একে দীপক পুনিয়া, সাক্ষী মালিকরা যোগ দিলেন। বজরং-সহ ফাইনালে ওঠেন চারজন কুস্তিগির। মোহিত গ্রেওয়াল এবং দিব্যা কাকরান সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন। ভারতীয়দের মধ্যে কুস্তিতে প্রথম ফাইনাল ম্যাচে নামেন ৫৭ কেজি বিভাগের অংশ মালিক। সোনার লক্ষ্যে পৌঁছতে পারেননি অংশু। দু’বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ের কাছে ৩-৭ ব্যবধানে হেরে গিয়ে রুপোতেই শেষ করেন অভিযান। অংশু হতাশ করলেও বজরং সোনা ছাড়া অন্য কিছুই ভাবছিলেন না। যতক্ষণ ম্যাচ চলল ততক্ষণ কেভেন্ট্রি স্টেডিয়ামের এরিনার প্রতিটি কোনায় বজরং আর ভারতের নামে জয়ধ্বনি শোনা গেল। স্টেডিয়ামের দর্শকদের উদ্বেল করে ৯-২ ব্যবধানে বাউট জিতে ম্যাট ছাড়লেন।



Leave a Reply