CWG 2022: ছবিতে দেখুন সপ্তম দিনের কিছু ভালো মুহূর্ত


কমনওয়েলথ গেমসে রোজই কিছু না কিছু ঘটে চলেছে। প্রত্যেক দিনই এমন কিছু ছবি দেখা যাচ্ছে, যা ফ্রেমবন্দি হতে বাধ্য। গেমসের সপ্তম দিনেও এমন কিছু মুহূর্ত।


Aug 05, 2022 | 4:45 PM

| Edited By: Kaustav Ganguly

Aug 05, 2022 | 4:45 PM




গেমসের মাঝেই চোট পেয়ে ছিটকে যান পাকিস্তানের শাটনার। খেলার পর প্রতিপক্ষকে জড়িয়ে ধরেন ভারতের আকর্ষি কাশ্যপ।

ছবি: টুইটার

গেমসের মাঝেই চোট পেয়ে ছিটকে যান পাকিস্তানের শাটনার। খেলার পর প্রতিপক্ষকে জড়িয়ে ধরেন ভারতের আকর্ষি কাশ্যপ।

ছবি: টুইটার



রেস চলার শুরুতেই সাইকেল নিয়ে পড়ে যান রাস্তায়। ধারাভাষ্যকাররাও বলেছিলেন, এখান থেকে ফিরে আসা কঠিন থমাসের। অবিশ্বাস্য প্রত্যাবর্তন ওয়েলসের সাইক্লিস্টের। তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ থমাসের।

ছবি: টুইটার

রেস চলার শুরুতেই সাইকেল নিয়ে পড়ে যান রাস্তায়। ধারাভাষ্যকাররাও বলেছিলেন, এখান থেকে ফিরে আসা কঠিন থমাসের। অবিশ্বাস্য প্রত্যাবর্তন ওয়েলসের সাইক্লিস্টের। তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ থমাসের।

ছবি: টুইটার

ঐতিহাসিক সোনা জয় ডাইভার জ্যাক লাফারের। ছেলেদের এক মিটার স্প্রিংবোর্ড থেকে দুরন্ত প্রদর্শন। কমনওয়েলথে টানা ৩বার সোনা জয় লাফলিনের।

ছবি: টুইটার

ঐতিহাসিক সোনা জয় ডাইভার জ্যাক লাফারের। ছেলেদের এক মিটার স্প্রিংবোর্ড থেকে দুরন্ত প্রদর্শন। কমনওয়েলথে টানা ৩বার সোনা জয় লাফলিনের।

ছবি: টুইটার

১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে সোনা জয় আন্দ্রে স্পেন্ডোলিনি সিরিয়েক্সের। ১৭ বছরের মেয়ের দুরন্ত পারফরম্যান্স। খেলা শেষে সিরিয়েক্সকে জড়িয়ে ধরেন ইংল্যান্ডের লুইস টাউলসেন। রুপো পান টাউলসেন। দুজনেই ইংল্যান্ডের। এক ফ্রেমে দুই তারকা। 

ছবি: টুইটার

১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে সোনা জয় আন্দ্রে স্পেন্ডোলিনি সিরিয়েক্সের। ১৭ বছরের মেয়ের দুরন্ত পারফরম্যান্স। খেলা শেষে সিরিয়েক্সকে জড়িয়ে ধরেন ইংল্যান্ডের লুইস টাউলসেন। রুপো পান টাউলসেন। দুজনেই ইংল্যান্ডের। এক ফ্রেমে দুই তারকা।

ছবি: টুইটার

সোনা জেতার পর সিরিয়েক্সকে অভিনন্দন।

ছবি: টুইটার

সোনা জেতার পর সিরিয়েক্সকে অভিনন্দন।

ছবি: টুইটার






Most Read Stories


Leave a Reply