CWG 2022: মাঝরাতে মিস করেছেন? জেনে নিন ‘রুপোলী’ লাফের কাহিনি…


Commonwealth Games 2022: ইতিহাস। অল্পের জন্য সোনা হাতছাড়া। তাতেও ইতিহাস আটকায়নি। ১৯৭৮ সালের পর পুরুষদের লং জাম্পে কমনওয়েলথ পদক। শেষ বার এই ইভেন্টে ব্রোঞ্জ পদক এনেছিলেন সুরেশ বাবু। এবার রুপোর পদক মুরলি শ্রীশঙ্করের। ছ-বার লাফ-এর সুযোগ ছিল। পঞ্চম লাফে রুপো নিশ্চিত করেন মুরলি।


Aug 05, 2022 | 8:30 AM

| Edited By: Dipankar Ghoshal

Aug 05, 2022 | 8:30 AM




বার্মিংহ্যাম গেমসে লং জাম্পের ফাইনালে ১২ জনের মধ্যে ছিলেন ভারতের দুই। মহম্মদ আনিস ইয়াহিয়া এবং মুরলি শ্রীশঙ্কর। (ছবি : পিটিআই)

বার্মিংহ্যাম গেমসে লং জাম্পের ফাইনালে ১২ জনের মধ্যে ছিলেন ভারতের দুই। মহম্মদ আনিস ইয়াহিয়া এবং মুরলি শ্রীশঙ্কর। (ছবি : পিটিআই)

পঞ্চম লাফে ছুঁলেন ৮.০৮ মিটার। এই লাফেই রুপো নিশ্চিত হল মুরলি শ্রীশঙ্করের। বার্মিংহ্যামে ট্র্যাক ফিল্ডে হাই জাম্পে তেজস্বীন শঙ্করের ব্রোঞ্জের পর মুরলির রুপো। ((ছবি : পিটিআই)

পঞ্চম লাফে ছুঁলেন ৮.০৮ মিটার। এই লাফেই রুপো নিশ্চিত হল মুরলি শ্রীশঙ্করের। বার্মিংহ্যামে ট্র্যাক ফিল্ডে হাই জাম্পে তেজস্বীন শঙ্করের ব্রোঞ্জের পর মুরলির রুপো। ((ছবি : পিটিআই)

আর এক ভারতীয় মহম্মদ আনিস ইয়াহিয়া ১২ জনের মধ্যে পঞ্চম স্থানে শেষ করলেন। সতীর্থের পদকে উচ্ছ্বাসে মাতলেন আনিসও। (ছবি : পিটিআই)

আর এক ভারতীয় মহম্মদ আনিস ইয়াহিয়া ১২ জনের মধ্যে পঞ্চম স্থানে শেষ করলেন। সতীর্থের পদকে উচ্ছ্বাসে মাতলেন আনিসও। (ছবি : পিটিআই)

কমনওয়েলথ গেমসে লং জাম্পে শেষ বার ভারতের হয়ে রুপো এনেছিলেন ২০১০ সালে প্রযুষা মালিয়াক্কাল। পুরুষদের ইভেন্টে শেষ পদক এসেছিল ১৯৭৮ সালে সুরেশ বাবুর সৌজন্যে। (ছবি : পিটিআই)

কমনওয়েলথ গেমসে লং জাম্পে শেষ বার ভারতের হয়ে রুপো এনেছিলেন ২০১০ সালে প্রযুষা মালিয়াক্কাল। পুরুষদের ইভেন্টে শেষ পদক এসেছিল ১৯৭৮ সালে সুরেশ বাবুর সৌজন্যে। (ছবি : পিটিআই)

ছোটবেলায় স্প্রিন্টার ছিলেন মুরলি। অনূর্ধ্ব ১০ বিভাগে ৫০ এবং ১০০ মিটারে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন কেরালার এই অ্যাথলিট। ১৩ বছর বয়সে লং জাম্প শুরু করেন। সেই ইভেন্টেই দেশের হয়ে কমনওয়েলথ গেমসে রুপে। (ছবি : পিটিআই)

ছোটবেলায় স্প্রিন্টার ছিলেন মুরলি। অনূর্ধ্ব ১০ বিভাগে ৫০ এবং ১০০ মিটারে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন কেরালার এই অ্যাথলিট। ১৩ বছর বয়সে লং জাম্প শুরু করেন। সেই ইভেন্টেই দেশের হয়ে কমনওয়েলথ গেমসে রুপে। (ছবি : পিটিআই)






Most Read Stories


Leave a Reply