সোশ্যাল মিডিয়ায় অনলাইন বেটিং সংস্থার প্রমোশনের পোস্ট করেছেন সাকিব আল হাসান। সেটা খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনলাইন বেটিং সংস্থার সঙ্গে পার্টনারশিপের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাকিব। আর তার জন্য বাংলাদেশের অলরাউন্ডারকে শোকজ করল বিসিবি।
সাকিব আল হাসান।
ছবি: টুইটার
ঢাকা: সাকিব আল হাসান (Shakib Al Hasan) আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। বিতর্ক যেন কমার নয়। বাংলাদেশের অলরাউন্ডারকে নিয়ে ফের নতুন বিতর্ক। ৩ বছর আগেই এক বিতর্কে জড়িয়েছিলেন সাকিব। আইসিসির নির্বাসনের কবলে পড়েছিলেন বাংলাদেশের বাঁ-হাতি অলরাউন্ডার। ভারতীয় বুকির সঙ্গে সাকিবের জড়িত থাকার অভিযোগে তাঁকে এক বছর সাসপেন্ড করে আইসিসি। নির্বাসন কাটিয়ে ফিরে আসলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন সাকিব। এ বার এক বেটিং কোম্পানির সঙ্গে সাকিবের জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। আর তাতেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বাংলাদেশে অনলাইন বেটিং নিষিদ্ধ। সে দেশের আইন অনুযায়ী, বেটিংয়ের সঙ্গে যুক্ত সংস্থার প্রমোশনে নিষেধাজ্ঞা জারি আছে। আর এখানেই ঘটেছে বিপত্তি।
সোশ্যাল মিডিয়ায় অনলাইন বেটিং সংস্থার প্রমোশনের পোস্ট করেছেন সাকিব আল হাসান। সেটা খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনলাইন বেটিং সংস্থার সঙ্গে পার্টনারশিপের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাকিব। আর তার জন্য বাংলাদেশের অলরাউন্ডারকে শোকজ করল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, ‘প্রথমত, ওই সংস্থার বিজ্ঞাপনের জন্য আমাদের কাছ থেকে সাকিব আল হাসান কোনও অনুমতি নেয়নি। বেটিং সংস্থার সঙ্গে যুক্ত কোনও কিছুকেই আমরা গ্রাহ্য করি না। তাই অনুমতি চাইলেও আমরা তা দিতাম না। দ্বিতীয়ত আমাদের জানতে হবে, ওই সংস্থার সঙ্গে সাকিবের কোনও চুক্তি আছে কিনা।’
নিজেদের মধ্যে বৈঠকের পরই এই কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই বৈঠকে সাকিবের এই ঘটনা নিয়ে বেশ তোলপাড় হয়। দেশের আইন মেনেই, সাকিবের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই তদন্ত চালিয়ে সব কিছু খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবে বিসিবি। ওই বেটিং সংস্থার সঙ্গে সাকিবের যুক্ত থাকার অভিযোগ সত্য প্রমাণ হলে, কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন বাংলাদেশের অলরাউন্ডার।