সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ। সামনে সিরিজ জয়ের হাতছানি। তার আগে চিন্তা কমল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। চোটচিন্তা উড়িয়ে একরাশ স্বস্তি বাড়িয়ে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সেন্ট কিটসে তৃতীয় টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সময় পিঠের চোট ভুগিয়েছিল হিটম্যানকে। পিঠের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন তিনি।
Hello from Florida, US! #TeamIndia | #WIvIND pic.twitter.com/VZkMYeclmr
— BCCI (@BCCI) August 5, 2022
বোর্ড সূত্রে জানানো হয়েছে, ভিসা সমস্যা মিটিয়ে মিয়ামিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় টিম ম্যানেজেন্টের কাছে স্বস্তি যদি হয় রোহিতের চোটমুক্ত হওয়া, তাহলে দুশ্চিন্তা অবশ্যই শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অফফর্ম। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ তিনি। ফলে এশিয়া কাপে তো বটেই টি-২০ বিশ্বকাপে তাঁর সম্ভাবনা ক্রমশ কমছে। চলতি টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচে সুযোগ তিনি কাজে লাগাতে পারেন কিনা সেটাই এখন দেখার। শ্রেয়স আইয়ারকে আরও একবার সুযোগ দেওয়া হবে নাকি তাঁর জায়গায় দীপক হুডা সুযোগ পান, সেটা লক্ষ্যনীয় বিষয় হতে চলেছে।
[আরও পড়ুন: কমনওয়েলথ গেমস: কুস্তিতে সোনা জয় বজরং-সাক্ষী-দীপকের, রুপো অংশু মালিকের]
চোট অনেকটা সারিয়ে উঠলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন হর্ষল প্যাটেল। ফলে প্রথম একাদশে থাকতে পারেন আভেশ খান। অর্শদীপ সিং (Arshdeep Singh) এখনও পর্যন্ত সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। বিশেষ করে ডেথ ওভারে। এদিন ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন তিনি। সামনেই এশিয়া কাপের (Asia Cup) দল বেছে নেবেন নির্বাচকরা। সুতরাং এটাই তাঁর কাছে সুযোগ নিজেকে প্রমাণ করার। আগের ম্যাচের মতোই ভারতের হয়ে ওপেন করবেন রোহিত (Rohit Sharma) এবং সূর্যকুমার, তিনে শ্রেয়স বা হুডা, চারে পন্থ, পাঁচে হার্দিক, ছ’য়ে কার্তিক, সাতে জাদেজা, আটে অশ্বিন, ন’য়ে আবেশ, দশে ভুবি এবং এগারো নম্বরে অর্শদীপ খেলবেন।
[আরও পড়ুন: আম্পায়ারের ‘পক্ষপাতিত্বে’ হকিতে সোনা হাতছাড়া ভারতীয় মহিলাদের, রাগে ফুঁসছে নেটদুনিয়া]
আজ টিভিতে
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
চতুর্থ টি-টোয়েন্টি, ফ্লোরিডা
রাত ৮.০০, ডিডি স্পোর্টস