India vs England Women Live Score in Bangla: ঘরের মাঠের সমর্থন সঙ্গী করে নামছে ইংল্যান্ড
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল লাইভ আপডেট। (নিজস্ব চিত্র)
Key Events
ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন।
দীর্ঘ সময় পাঁচ নম্বরে নামানো হচ্ছিল জেমিমাকে। গত ম্যাচে পছন্দের তিনে নামানো হয়। অর্ধশতরানের ইনিংস খেলেন। হান্ড্রেডে খেলার অভিজ্ঞতা রয়েছে। নজর থাকবে জেমিমার দিকে।
LIVE Cricket Score & Updates
-
06 Aug 2022 02:56 PM (IST)
শেষ মুহূর্তের প্রস্তুতি
কিছক্ষণের মধ্যেই ভারত-ইংল্যান্ড প্রথম সেমিফাইনালের টস। তার আগে ওয়ার্ম আপে টিম ইন্ডিয়া।
Getting ready for the big game. ?? #INDvENG #TeamIndia #B2022 pic.twitter.com/p7UMvXE4tE
— BCCI Women (@BCCIWomen) August 6, 2022
বার্মিংহ্যাম : আর মাত্র দুটো ম্যাচ। জিতলেই সোনার ইতিহাস। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মেয়েদের ক্রিকেটের অভিষেক এবারই। ভারতীয় ক্রিকেট (Team India) দলের লক্ষ্য সোনার পদক। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেটে মন দিয়েছে। উদ্বোধনী ম্যাচে অনবদ্য খেললেও অস্ট্রেলিয়ার কাছে হার। পরের ম্যাচেই দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। পর পর দু ম্যাচে পাকিস্তান এবং বার্বাডোজের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়। সেমিফাইনালের ইংল্যান্ডের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য থাকবে। অপরিবর্তিত একাদশই নামাবেন অধিনায়ক হরমনপ্রীত কৌর, এমনটাই মনে করা হচ্ছে। ইংল্যান্ডকে হালকা নেওয়ার কোনও জায়গাও নেই. গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতেছে। একশো শতাংশ জয়ের নজির থাকলেও ভারতীয় বোলিং লাইন আপে পেস-স্পিন দুই বিভাগই শক্তিশালী। তেমনই ব্যাটিংয়ে আলাদা করে বলতে হয় শেফালি, স্মৃতি, জেমিমা, হরমনপ্রীতদের কথা।
Published On – Aug 06,2022 2:43 PM