১৬ অগস্ট থেকে শুরু ডুরান্ড কাপ। প্রথম ম্যাচে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। অনলাইনে ছাড়া হল ডুরান্ড কাপের টিকিট। book my show থেকে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে। সমর্থকদের ২৮ অগস্টের বড় ম্যাচ। সাড়ে ৩ বছর পর যুবভারতীতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। টিকিটের ন্যুনতম দাম রাখা হয়েছে ৫০ টাকা। এ ছাড়া ১০০ আর ২০০ টাকার টিকিটও আছে। গ্রুপ এ আর গ্রুপ বি-র টিকিট ছাড়া হয়েছে। গ্রুপ এ-তে আছে মহমেডান। বি গ্রুপে আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান।
Aug 06, 2022 | 5:22 PM
Most Read Stories