Published by: Sulaya Singha | Posted: August 7, 2022 7:32 pm| Updated: August 7, 2022 7:41 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথের দশম দিন একাধিক ইভেন্টে সোনা জিতে দেশকে গর্বিত করছেন ভারতীয় অ্যাথলিটরা। পরপর দু’দিন কুস্তির মঞ্চে তিনটি করে সোনা জিতেছিল ভারত। এবার বক্সিংয়েও জগৎসভায় তিন-তিনবার শ্রেষ্ঠ আসন দখল করল দেশ। এবার সোনা এল নিখাত জারিনের হাত ধরে।
চলতি বছর মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন নিখাত। কমনওয়েলথেও (Commonwealth Games 2022) নিজের সেরাটা উজার করে দেন তিনি। ৪৮-৫০ কেজি লাইট ফ্লাইয়ের ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের কার্লিকে হারিয়ে সোনা জেতেন ২৫ বছরের ভারতীয় কন্যা। এর আগে এদিন মহিলাদের ৪৮ কেজি বিভাগে বক্সিং রিংয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেমি-জেডকে হারান নীতু ঘংঘাস। পুরুষদের ফ্লাইওয়েটের ৫১ কেজি বিভাগে সোনা জিতে নেন অমিত পঙ্ঘল। চূড়ান্ত লড়াইয়ে ঘরের ছেলে কিরানা ম্যাকডোনাল্ডকে ৫-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি।
? her way to glory! @nikhat_zareen does it in style with a ? medal in the Women’s Boxing Light Flyweight category @birminghamcg22 #EkIndiaTeamIndia #B2022 pic.twitter.com/el8ZWwHhNK
— Team India (@WeAreTeamIndia) August 7, 2022
[আরও পড়ুন: সোনা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন কমনওয়েলথে ব্রোঞ্জজয়ী কুস্তিগির, সান্ত্বনা খোদ প্রধানমন্ত্রীর]
এদিকে, রেকর্ড গড়ে প্রথম মহিলা হিসেবে জ্যাভলিনে ব্রোঞ্জ পদক ঝুলিতে ভরলেন অন্নু রানি। নিজের চতুর্থ প্রচেষ্টায় ৬০ মিটার থ্রো করে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন তিনি। ৬৪.৭৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন অস্ট্রেলিয়ার থ্রোয়ার।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ