বার্মিংহ্যামে নবম দিন পদকের ছড়াছড়ি, ভারতে এল কতগুলি পদক জানেন?


Birmingham Commonwealth Games 2022 Medals Table in Bengali: আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দশম দিন। আজও ভারতের পদক সংখ্যা বাড়ার সুযোগ রয়েছে।

বার্মিংহ্যাম: আজ, রবিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) দশম দিন। এ বারের কমনওয়েলথ গেমসের আর দুটো দিন বাকি। এবং ভারতেও আরও অনেক পদক পাওয়া বাকি। প্রতিদিনই ভারতের পদক সংখ্যা বেড়ে চলেছে। এখনও অবধি বার্মিংহ্যাম থেকে মোট ৪০টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ এই মাল্টি স্পোর্টস ইভেন্টের দশ নম্বর দিন। আজ বার্মিংহ্যাম থেকে বক্সিংয়ে অমিত, নীতু, নিখাত, সাগরের হাত ধরে ভারতের পদক প্রাপ্তি নিশ্চিত। এ ছাড়াও আজ কমনওয়েলথ থেকে ভারতের একাধিক পদক লাভের সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন নবম দিনের শেষ অবধি কোন বিভাগ থেকে মোট ৪০টি পদক (Commonwealth Games 2022 Medals Tally) পেয়েছেন ভারতের কোন অ্যাথলিটরা…

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা কী কী পদক পেয়েছেন?

১) সোনা – ১৩টি

২) রুপো – ১১টি

৩) ব্রোঞ্জ – ১৬টি

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কোন ভারতীয় অ্যাথলিটরা পদক লাভ করেছেন?

১) মীরাবাঈ চানু – সোনা, মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন

২) জেরেমি লালরিননুনগা – সোনা, পুরুষদের ৬৭ কেজি – ভারোত্তোলন

৩) অচিন্ত্য শিউলি – সোনা, পুরুষদের ৭৩ কেজি – ভারোত্তোলন

৪) সংকেত মহাদেব সারগর – রুপো, পুরুষদের ৫৫ কেজি – ভারোত্তোলন

৫) বিন্দিয়ারানি দেবী – রুপো, মহিলাদের ৫৫ কেজি – ভারোত্তোলন

৬) সুশীলা দেবী লিকমাবাম – রুপো, মহিলাদের ৪৮ কেজি – জুডো

৭) গুরুরাজা পূজারি – ব্রোঞ্জ, পুরুষদের ৬১ কেজি – ভারোত্তোলন

৮) বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ, পুরুষদের ৬০ কেজি – জুডো

৯) হরজিন্দর কৌর – ব্রোঞ্জ, মহিলাদের ৭১ কেজি – ভারোত্তোলন

১০) মেয়েদের লন বল ফোর টিম- সোনার পদক

১১) পুরুষদের টেবল টেনিস দল – সোনা

১২) বিকাশ ঠাকুর – রুপো, পুরুষদের ৯৬ কেজি – ভারোত্তোলন

১৩) ব্যাডমিন্টন মিক্সড টিম – রুপো

১৪) তেজস্বিন শংকর – ব্রোঞ্জ, পুরুষদের হাই জাম্প

১৫) তুলিকা মান – রুপো, মহিলাদের +৭৮ জুডো

১৬) সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস – স্কোয়াশ

১৭) লভপ্রীত সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯ কেজি – ভারোত্তোলন

১৮) গুরদীপ সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯+ কেজি – ভারোত্তোলন

১৯) সুধীর – সোনা, পুরুষদের হেভিওয়েট – প্যারা ওয়েটলিফ্টিং

২০) মুরলী শ্রীশংকর – রুপো, পুরুষদের লং জাম্প

২১) অংশু মালিক – রুপো, মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি

২২) বজরং পুনিয়া – সোনা, পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি

২৩) সাক্ষী মালিক – সোনা, মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তি

২৪) দীপক পুনিয়া – সোনা, পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তি

২৫) দিব্যা কাকরান – ব্রোঞ্জ, মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইল কুস্তি

২৬) মোহিত গ্রেওয়াল – ব্রোঞ্জ, পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি

২৭) প্রিয়াঙ্কা গোস্বামী – রুপো, মহিলাদের ১০০০০ মিটার রেস ওয়াক, অ্যাথলেটিক্স

২৮) অবিনাশ সাবলে – রুপো, পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ, অ্যাথলেটিক্স

২৯) লন বল – রুপো, ভারতের পুরুষ দল

৩০) জেসমিন ল্যাম্বোরিয়া – ব্রোঞ্জ, মহিলাদের ৬০ কেজি লাইটওয়েট বক্সিং

৩১) পূজা গেহলট – ব্রোঞ্জ, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি

৩২) রবি কুমার দাহিয়া – সোনা, পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি

৩৩) বিনেশ ফোগত – সোনা, মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তি

৩৪) নবীন – সোনা, পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তি

৩৫) পূজা সিহাগ – ব্রোঞ্জ, মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তি

৩৬) মহম্মদ হুসামুদ্দিন – ব্রোঞ্জ, পুরুষদের ৫৭ কেজি ফেদারওয়েট বক্সিং

৩৭) দীপক নেহরা – ব্রোঞ্জ, পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি

৩৮) রোহিত টোকাস – ব্রোঞ্জ, পুরুষদের ৬৭ কেজি ওয়েল্টারওয়েট বক্সিং

৩৯) সোনাল প্যাটেল – ব্রোঞ্জ, মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫, প্যারা টেবল টেনিস

৪০) ভাবিনা প্যাটেল – সোনা, মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫, প্যারা টেবল টেনিস

এই মুহূর্তে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

১) অস্ট্রেলিয়া (৫৯টি সোনা, ৪৬টি রুপো, ৫০টি ব্রোঞ্জ) – মোট- ১৫৫টি

২) ইংল্যান্ড (৫০টি সোনা, ৫২টি রুপো, ৪৬টি ব্রোঞ্জ) – মোট- ১৪৮টি

৩) কানাডা (২২টি সোনা, ২৯টি রুপো, ৩৩টি ব্রোঞ্জ) – মোট- ৮৪টি

৪) নিউজিল্যান্ড (১৭টি সোনা, ১২টি রুপো, ১৫টি ব্রোঞ্জ) – মোট- ৪৪টি

৫) ভারত (১৩টি সোনা, ১১টি রুপো, ১৬টি ব্রোঞ্জ) – মোট- ৪০টি

Leave a Reply