হাড্ডাহাড্ডি লড়াই জিতে হকিতে ব্রোঞ্জ পেলেন ভারতীয় মহিলারা, রুপো নিশ্চিত সিন্ধুর


Published by: Sulaya Singha |    Posted: August 7, 2022 3:39 pm|    Updated: August 7, 2022 3:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়ে সোনা জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় মহিলা হকি দল। কিন্তু ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে আর তাদের রোখা গেল না। রুদ্ধশ্বাস টক্কর শেষে তৃপ্তির হাসি ভারতীয়দের মুখে। চলতি কমনওয়েলথ গেমসের দশম দিন রুপো নিশ্চিত করে ফেললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও।

রবিবার ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ ড্র হয়। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেই ২-১-এ ম্যাচ জিতে নেয় সবিতা পুনিয়া অ্যান্ড কোং। হকিতে ভারতীয় মহিলাদের সাফল্যের দিন ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনাল ম্যাচে সহজ জয় পেলেন পিভি সিন্ধুও। সিঙ্গাপুরের ইও জিয়া মিনকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। হায়দরাবাদি শাটলারের তরফে ম্যাচের ফল ২১-১৯, ২১-১৭। কমনওয়েলথে সোনা জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে সিন্ধু।

পুরুষদের সিঙ্গলসে আবার উজ্জ্বল লক্ষ্য সেন। প্রতিপক্ষ জুলিয়েনকে ২১-১২, ২১-১১ স্ট্রেট গেমে উড়িয়ে দেন তিনি। সেমিফাইনালে পৌঁছে পদক জয়ের আশা আরও আরও উজ্জ্বল করে তুললেন তিনি।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply