Commonwealth Games 2022 Day 10 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুটিনাটি খবর জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।
কমনওয়েলথ গেমসের দশম দিন নজর রাখুন লাইভ আপডেটে
বার্মিংহ্যাম: আজ, রবিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দশম দিন। ভারতের (India) ঝুলিতে এখনও অবধি এ বারের কমনওয়েলথ গেমস থেকে এসেছে মোট ৪০টি পদক। আজ বিশেষ নজরে থাকবেন অমিত-নিখাতরা। একইসঙ্গে দশম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, হকি, স্কোয়াশ, জ্যাভলিনের মতো একাধিক ইভেন্টেও। কমনওয়েলথে এ বার অংশ নিতে পারেননি নীরজ চোপড়া। তাঁর কাছ থেকে জ্যাভলিনে সোনার আশা ছিল ভারতের। তবে, অন্নু রানি-রোহিত যাদবরা রয়েছেন। আজ তাঁদের দেখা যাবে কমনওয়েলথে। এ ছাড়াও অ্যাথলেটিক্সে পুরুষদের ৪X৪০০ মিটার ফাইনাল, মহিলাদের ৪X১০০ মিটার ফাইনাল রয়েছে। সব মিলিয়ে কমনওয়েলথের ১০ নম্বর দিন ভারতের একাধিক পদক প্রাপ্তির উজ্জ্বল সম্ভবনা রয়েছে।