চতুর্থ ম্যাচেই সিরিজ জিতে নিয়েছে ভারত। শেষ ম্যাচে ভরপুর পরীক্ষার সুযোগ ছিল। সেটাই কাজে লাগানোর চেষ্টা করল ভারত।
Image Credit source: TWITTER
ভারত ১৮৮-৭ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১০০ (১৫.৪ ওভার)
লাউডারহিল (ফ্লোরিডা) : দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সুযোগ কাজে লাগালেন এই বাঁ হাতি রিস্ট স্পিনার। বোর্ডে বড় রান। তিন স্পিনারের ভেল্কি। সিরিজের (India vs West Indies) শেষ ম্যাচেও ৮৮ রানের বিরাট ব্যবধানে জয় ভারতের। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কাছে স্পিন খেলার কোনও জবাবই ছিল না। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে মন্দের ভালো শিমরন হেটমায়ার। অর্ধশতরানের ইনিংস তাঁর ব্যাটে। সতীর্থদের থেকে যদিও সহযোগিতা পেলেন না। মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ভারত (Team India) সিরিজ জিতল ৪-১ ব্যবধানে। ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ। সব ক’টি উইকেটই স্পিনারদের দখলে।
চতুর্থ ম্যাচেই সিরিজ জিতে নিয়েছে ভারত। শেষ ম্যাচে ভরপুর পরীক্ষার সুযোগ ছিল। সেটাই কাজে লাগানোর চেষ্টা করল ভারত। সাফল্যও এল। অধিনায়ক রোহিত শর্মা বিশ্রাম নিলেন। গত ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল হার্দিককে। এদিন নেতৃত্বে সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দু-দলই একাদশে চারটি পরিবর্তন করে। রোহিতের পাশাপাশি ভারতীয় দলে বিশ্রামে ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব এবং ভুবনেশ্বর কুমার। তাঁদের পরিবর্তে একাদশে হার্দিক, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব। এ বছর ফেব্রুয়ারিতে শেষ আন্তর্জাতিক টি ২০ খেলেছিলেন কুলদীপ। ফিরেই অনবদ্য বোলিং। ৪ ওভারে ১টি মেডেন সহ ১২ রান দিয়ে ৩ উইকেট। বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল ৩ ওভারে ১ টি মেডেন সহ ১৫ রান দিয়ে নিলেন ৩ উইকেট। ডান হাতি রিস্ট স্পিনার রবি বিষ্ণোই ২.৪ ওভারে ১৬ রান দিয়ে বাকি ৪ উইকেট নেন।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। এদিন নতুন ওপেনিং জুটি। রান পাচ্ছিলেন না শ্রেয়স আইয়ার। ঈশানের সঙ্গে ওপেন করলেন শ্রেয়স। রানেও ফিরলেন। ৮ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারিতে ৪০ বলে ৬৪ রানের ইনিংস শ্রেয়স আইয়ারের। এই সিরিজে প্রথম সুযোগ পাওয়া ঈশান অবশ্য বড় রান পেলেন না। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। দীপক হুডা এদিনও অনবদ্য। দর্শনীয় কিছু শট খেলেন। ২৫ বলে ৩৮ রান করেন দীপক। শুরুটা দেখে মনে হয়েছিল ভারতীয় ইনিংস ২০০ পেরিয়ে যাবে। ভারতীয় ইনিংসের ১৪.৩ ওভারে বিদ্যুৎ চমকানোয় কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। আকাশ যদিও পরিষ্কারই ছিল। পুনরায় ম্যাচ শুরু হয়। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে ভারত।
সংক্ষিপ্ত স্কোর : ভারত ১৮৮ (শ্রেয়স আইয়ার ৬৪, দীপক হুডা ৩৮, ওডিন স্মিথ ৩-৩৩)। ওয়েস্ট ইন্ডিজ ১০০ (শিমরন হেটমায়ার ৫৬, রবি বিষ্ণোই ৪-১৬, কুলদীপ যাদব ৩-১২, অক্ষর প্যাটেল ৩-১৫)।