CWG 2022: সোনায় সোহাগা, শেষদিনেও দ্যুতি ছড়িয়ে গেলেন যাঁরা


Gold Medalist: কমনওয়েলথ গেমসের শেষদিন অর্থাৎ সোমবারও ভারতের ঝুলিতে এল মোট ছয়টি পদক। তার মধ্যে চারটিই সোনার পদক। শেষদিনে সোনায় সোহাগা হয়ে দেশে ফেরার বিমান ধরবেন পিভি সিন্ধু, শরথ কমলরা।


Aug 09, 2022 | 8:30 AM

| Edited By: Tithimala Maji

Aug 09, 2022 | 8:30 AM




কমনওয়েলথ গেমসের শেষদিন অর্থাৎ সোমবারও ভারতের ঝুলিতে এল মোট ছয়টি পদক। তার মধ্যে চারটিই সোনার পদক। শেষদিনে সোনায় সোহাগা হয়ে দেশে ফেরার বিমান ধরবেন পিভি সিন্ধু, শরথ কমলরা। (ছবি:টুইটার)

কমনওয়েলথ গেমসের শেষদিন অর্থাৎ সোমবারও ভারতের ঝুলিতে এল মোট ছয়টি পদক। তার মধ্যে চারটিই সোনার পদক। শেষদিনে সোনায় সোহাগা হয়ে দেশে ফেরার বিমান ধরবেন পিভি সিন্ধু, শরথ কমলরা। (ছবি:টুইটার)

তিনি দেশের সোনার টুকরো মেয়ে। বার্মিংহ্যামে পিভি সিন্ধুর সোনা জয়ে একবার অনুরণিত হল জনগণমন। ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু।(ছবি:টুইটার)

তিনি দেশের সোনার টুকরো মেয়ে। বার্মিংহ্যামে পিভি সিন্ধুর সোনা জয়ে একবার অনুরণিত হল জনগণমন। ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু।(ছবি:টুইটার)

ছোটা প্যাকেট বড়া ধামাকা। ২০ বছরের লক্ষ্য সেন কমনওয়েলথ গেমসের অভিষেকেই বাজমাত করেছেন। ছেলেদের সিঙ্গলসে লক্ষ্যের সোনা জয়ে সবার উঁচুতে রইল তেরঙা।(ছবি:টুইটার)

ছোটা প্যাকেট বড়া ধামাকা। ২০ বছরের লক্ষ্য সেন কমনওয়েলথ গেমসের অভিষেকেই বাজমাত করেছেন। ছেলেদের সিঙ্গলসে লক্ষ্যের সোনা জয়ে সবার উঁচুতে রইল তেরঙা।(ছবি:টুইটার)

লক্ষ্য সেনের মধ্যে ভবিষ্যতের অলিম্পিক মেডেলিস্টকে দেখতে পাচ্ছে দেশবাসী। লক্ষ্যরও পরবর্তী লক্ষ্য প্যারিস অলিম্পিক।(ছবি:টুইটার)

লক্ষ্য সেনের মধ্যে ভবিষ্যতের অলিম্পিক মেডেলিস্টকে দেখতে পাচ্ছে দেশবাসী। লক্ষ্যরও পরবর্তী লক্ষ্য প্যারিস অলিম্পিক।(ছবি:টুইটার)

চল্লিশেও কামাল শরথ কমলের। টেবিল টেনিস সিঙ্গলসে সোনা-সহ মোট চারটি পদক নিয়ে দেশে ফিরছেন শরথ।(ছবি:টুইটার)

চল্লিশেও কামাল শরথ কমলের। টেবিল টেনিস সিঙ্গলসে সোনা-সহ মোট চারটি পদক নিয়ে দেশে ফিরছেন শরথ।(ছবি:টুইটার)

ব্যাডমিন্টনে শেষ সোনার পদক এল সাত্বিকসাইরাজ রেনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির হাত ধরে। (ছবি:টুইটার)

ব্যাডমিন্টনে শেষ সোনার পদক এল সাত্বিকসাইরাজ রেনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির হাত ধরে। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply