Mike Tyson: সাদা বাঘ পুষে বিপাকে, প্রতিবেশীর কুকুর খেতে ধেয়েছিল টাইসনের পোষ্য!


বিখ্যাত মানুষদের কতশত শখ থাকে। যেমন ছিল কিংবদন্তি মাইক টাইসনের। তিন তিনটে সাদা বেঙ্গল টাইগার পুষতেন তিনি।


Aug 09, 2022 | 9:00 AM

| Edited By: Tithimala Maji

Aug 09, 2022 | 9:00 AM




বিখ্যাত মানুষদের কতশত শখ থাকে। যেমন ছিল কিংবদন্তি মাইক টাইসনের। তিন তিনটে সাদা বেঙ্গল টাইগার পুষতেন তিনি।(ছবি:টুইটার)

বিখ্যাত মানুষদের কতশত শখ থাকে। যেমন ছিল কিংবদন্তি মাইক টাইসনের। তিন তিনটে সাদা বেঙ্গল টাইগার পুষতেন তিনি।(ছবি:টুইটার)

বাঘগুলির সঙ্গে খেলতেন, ঘুমোতেন, স্নান করতেন। মায় বক্সিংও করতেন। আরও কত কী। (ছবি:টুইটার)

বাঘগুলির সঙ্গে খেলতেন, ঘুমোতেন, স্নান করতেন। মায় বক্সিংও করতেন। আরও কত কী। (ছবি:টুইটার)

টাইসনের ব্যবসায়ী প্রতিবেশীর বাড়িতে বেশ কয়েকটি কুকুর ছিল। একদিন বেঙ্গল টাইগারদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন টাইসন। তখনই তাঁর পোষ্যদের নজরে পড়ে প্রতিবেশীর সারমেয়দের উপর।(ছবি:টুইটার)

টাইসনের ব্যবসায়ী প্রতিবেশীর বাড়িতে বেশ কয়েকটি কুকুর ছিল। একদিন বেঙ্গল টাইগারদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন টাইসন। তখনই তাঁর পোষ্যদের নজরে পড়ে প্রতিবেশীর সারমেয়দের উপর।(ছবি:টুইটার)

যতই পোষ মানাও। চোরা না শোনে ধর্মের কাহিনী। কুকুর খেতে প্রতিবশীর বাড়ির দেওয়াল টপকানোর চেষ্টা করে বাঘগুলি। শেষ পর্যন্ত বিষয়টি সামাল দেন তিনি। (ছবি:টুইটার)

যতই পোষ মানাও। চোরা না শোনে ধর্মের কাহিনী। কুকুর খেতে প্রতিবশীর বাড়ির দেওয়াল টপকানোর চেষ্টা করে বাঘগুলি। শেষ পর্যন্ত বিষয়টি সামাল দেন তিনি। (ছবি:টুইটার)

একবার এক তরুণীকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল টাইসনের বাঘ। এরপর পোষ্যগুলিকে বেচে দেওয়া ছাড়া আর উপায় ছিল বক্সিং লেজেন্ডের কাছে।(ছবি:টুইটার)

একবার এক তরুণীকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল টাইসনের বাঘ। এরপর পোষ্যগুলিকে বেচে দেওয়া ছাড়া আর উপায় ছিল বক্সিং লেজেন্ডের কাছে।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply