Chess Olympiad: নাচ, গান, পুরস্কারে বিতরণে সমাপ্তি ৪৪তম চেস অলিম্পিয়াডের


চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঙ্গলবার ৪৪তম দাবা অলিম্পিয়াডের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান। বিশ্ব দাবা নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট আর্কাডি ভরকোভিচ এবং গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ উপস্থিত ছিলেন।


Aug 10, 2022 | 6:30 AM

| Edited By: Tithimala Maji

Aug 10, 2022 | 6:30 AM




চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঙ্গলবার ৪৪তম দাবা অলিম্পিয়াডের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান। বিশ্ব দাবা নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট আর্কাডি ভরকোভিচ এবং গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ উপস্থিত ছিলেন। (ছবি:টুইটার)

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঙ্গলবার ৪৪তম দাবা অলিম্পিয়াডের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান। বিশ্ব দাবা নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট আর্কাডি ভরকোভিচ এবং গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ উপস্থিত ছিলেন। (ছবি:টুইটার)

অনুষ্ঠানে আগাগোড়াই ছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী এসভি মিয়ানাথন। প্রথমেই ৮৬ বছরের দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার ম্যানুয়েল অ্যারনকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী।(ছবি:টুইটার)

অনুষ্ঠানে আগাগোড়াই ছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী এসভি মিয়ানাথন। প্রথমেই ৮৬ বছরের দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার ম্যানুয়েল অ্যারনকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী।(ছবি:টুইটার)

টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ভারত। প্রজ্ঞানন্দ, গুকেশ -সহ ওপেন সেকশনের টিম বি-র সদস্য পাঁচ সদস্যকে ব্রোঞ্জ মেডেল তুলে দেন মুখ্যমন্ত্রী।(ছবি:টুইটার)

টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ভারত। প্রজ্ঞানন্দ, গুকেশ -সহ ওপেন সেকশনের টিম বি-র সদস্য পাঁচ সদস্যকে ব্রোঞ্জ মেডেল তুলে দেন মুখ্যমন্ত্রী।(ছবি:টুইটার)

আমেরিকান গট ট্যালেন্ট বিজয়ী মুম্বইয়ের ডান্স ক্রু ভি আনবিটেবল সমাপ্তি অনুষ্ঠান জমিয়ে দিয়েছিল। মহিলা বিভাগে ইউক্রেনের টিম সোনা জিতেছে। কঠিন সময়ের মধ্যে এই পদক তাঁদের মনে জোর বাড়াবে। (ছবি:টুইটার)

আমেরিকান গট ট্যালেন্ট বিজয়ী মুম্বইয়ের ডান্স ক্রু ভি আনবিটেবল সমাপ্তি অনুষ্ঠান জমিয়ে দিয়েছিল। মহিলা বিভাগে ইউক্রেনের টিম সোনা জিতেছে। কঠিন সময়ের মধ্যে এই পদক তাঁদের মনে জোর বাড়াবে। (ছবি:টুইটার)

ফিডে (FIDE)-র পতাকা তুলে দেওয়া হয় হাঙ্গেরির হাতে।  ৪৫তম চেস অলিম্পিয়াডের আয়োজক তারাই। ছবি:টুইটার)

ফিডে (FIDE)-র পতাকা তুলে দেওয়া হয় হাঙ্গেরির হাতে। ৪৫তম চেস অলিম্পিয়াডের আয়োজক তারাই। ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply