গত টি ২০ বিশ্বকাপ থেকে ১১ জন পেসারকে সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় দলে। এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং আবেশ খান।
করাচি : ক্রিকেট মাঠে ফের একবার ভারত-পাকিস্তান ( India vs Pakistan)। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বার টি ২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। শেষ সাক্ষাতে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। এ মাসের ২৮ তারিখ ফের একবার ভারত-পাকিস্তান। এবার এশিয়া কাপের মঞ্চে। আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ (Asia Cup)। এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। সে কারণেই এবার এশিয়া কাপও টি ২০ ফরম্যাটেই। সদ্য এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে চোটের জন্য নেই জসপ্রীত বুমরা। রাখা হয়নি অভিজ্ঞ পেসার মহম্মদ সামিকে (Md Shami)। যা নিয়ে অবশ্য জোর আলোচনা। অনেকেই মনে করেছেন সামির মতো অভিজ্ঞ পেসারকে অবশ্যই এশিয়া কাপের স্কোয়াডে রাখা উচিত ছিল। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সালমান বাট অবশ্য এই সিদ্ধান্তকে সঠিক বলছেন।
অতীত পারফরম্যান্সের জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করেন। নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট বলেন, ‘এশিয়া কাপের জন্য সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। হয়তো আরব আমিরশাহিতে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই। নতুন বলে এখানে তেমন প্রভাব ফেলতে পারেননি সামি। ভারত এমন বোলারদের বেছে নিয়েছে, যারা লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারে। জসপ্রীত বুমরা চোটে ছিটকে গিয়েছে। সামি, সিরাজদের রাখা হয়নি। তরুণ পেস বোলিং আক্রমণ বেছে নেওয়া হয়েছে। অভিজ্ঞ বলতে একমাত্র ভুবনেশ্বর কুমার। স্কোয়াডে দু জন লেগস্পিনার রয়েছে। আমার বিশ্বাস, আরব আমিরশাহির পরিস্থিতি অনুযায়ী ভারত সঠিক স্কোয়াডই বেছে নিয়েছে।’
গত টি ২০ বিশ্বকাপ থেকে ১১ জন পেসারকে সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় দলে। এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং আবেশ খান। দীপক চাহার স্ট্যান্ড বাই তালিকায়। টি ২০ ফরম্যাটে সামিকে সে ভাবে সুযোগ দেওয়া হয়নি। ইংল্যান্ড সফরে ওয়ান ডে স্কোয়াডে ছিলেন সামি। টি ২০-তে সুযোগ দেওয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সুযোগ দেওয়া হয়নি সামিকে। সাম্প্রতিক ধারা দেখলে, অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপেও সামিকে খেলানোর সম্ভাবনা কম। হয়তো সেই ভাবনা থেকেই এখন থেকে নতুনদের বেশি করে সুযোগ দেওয়া হচ্ছে।