‘শীঘ্রই আসছে’… কীসের অপেক্ষায় রয়েছেন জাড্ডু?


ভারতের তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাডেজার ঘোড়াপ্রেমের কথা সকলেরই জানা। তবে গাড়ির প্রতিও জাড্ডুর আলাদা একটা টান রয়েছে। অডি, বিএমডব্লিউ তো ছিলই জাডেজার গাড়ির কালেকশনে। এ বার সেখানে যোগ হতে চলেছে আরও একটি বহুমূল্য গাড়ি। তারই অপেক্ষায় রয়েছেন জাড্ডু। এশিয়া কাপের আগে নিজেকে রোলস রয়েস গিফ্ট করছেন জাডেজা।


Aug 13, 2022 | 6:45 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 13, 2022 | 6:45 AM




ভারতের তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ঘোড়াপ্রেমের কথা সকলেরই জানা। তবে গাড়ির প্রতিও জাড্ডুর আলাদা একটা টান রয়েছে। অডি, বিএমডব্লিউ তো ছিলই জাডেজার গাড়ির কালেকশনে। এ বার সেখানে যোগ হতে চলেছে আরও একটি বহুমূল্য গাড়ি। তারই অপেক্ষায় রয়েছেন জাড্ডু। এশিয়া কাপের আগে নিজেকে রোলস রয়েস গিফ্ট করছেন জাডেজা। (ছবি-টুইটার)

ভারতের তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ঘোড়াপ্রেমের কথা সকলেরই জানা। তবে গাড়ির প্রতিও জাড্ডুর আলাদা একটা টান রয়েছে। অডি, বিএমডব্লিউ তো ছিলই জাডেজার গাড়ির কালেকশনে। এ বার সেখানে যোগ হতে চলেছে আরও একটি বহুমূল্য গাড়ি। তারই অপেক্ষায় রয়েছেন জাড্ডু। এশিয়া কাপের আগে নিজেকে রোলস রয়েস গিফ্ট করছেন জাডেজা। (ছবি-টুইটার)

ফ্লোরিডার রাস্তায় রোলস রয়েসের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে একখানা ছবি তুলেছেন রবীন্দ্র জাডেজা। আর সম্প্রতি ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করে জাডেজা ক্যাপশনে লেখেন, "শীঘ্রই আসছে।" (ছবি-রবীন্দ্র জাডেজা ইন্সটাগ্রাম)

ফ্লোরিডার রাস্তায় রোলস রয়েসের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে একখানা ছবি তুলেছেন রবীন্দ্র জাডেজা। আর সম্প্রতি ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করে জাডেজা ক্যাপশনে লেখেন, “শীঘ্রই আসছে।” (ছবি-রবীন্দ্র জাডেজা ইন্সটাগ্রাম)

এর আগে রবীন্দ্র জাডেজার কালেকশনে ছিল অডি কিউ৭, অডি এ৪, অডি টিটি এবং বিএমডব্লিউ এক্স১ এক্সড্রাইভের মতো বহু মূল্যবান গাড়ির সম্ভার। (ছবি-টুইটার)

এর আগে রবীন্দ্র জাডেজার কালেকশনে ছিল অডি কিউ৭, অডি এ৪, অডি টিটি এবং বিএমডব্লিউ এক্স১ এক্সড্রাইভের মতো বহু মূল্যবান গাড়ির সম্ভার। (ছবি-টুইটার)

এশিয়া কাপের আগে নিজেকে নতুন রোলস রয়েস উপহার দিচ্ছেন রবীন্দ্র জাডেজা। ভারতে এই মুহূর্তে রোলস রয়েসের ৪টি মডেল পাওয়া যায়। যার দাম ৪০ লাখ থেকে শুরু। (ছবি-টুইটার)

এশিয়া কাপের আগে নিজেকে নতুন রোলস রয়েস উপহার দিচ্ছেন রবীন্দ্র জাডেজা। ভারতে এই মুহূর্তে রোলস রয়েসের ৪টি মডেল পাওয়া যায়। যার দাম ৪০ লাখ থেকে শুরু। (ছবি-টুইটার)

রবীন্দ্র জাডেজা যে রোলস রয়েসের ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সেই মডেলটি ভারতে বর্তমানে পাওয়া যায় না। তবে জাড্ডুর পোস্ট দেখেই পরিষ্কার বোঝা যায়, খুব তাড়াতাড়ি তিনি ভারতে এই গাড়ি পাবেন। তারই অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই অল-রাউন্ডার। (ছবি-টুইটার)

রবীন্দ্র জাডেজা যে রোলস রয়েসের ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সেই মডেলটি ভারতে বর্তমানে পাওয়া যায় না। তবে জাড্ডুর পোস্ট দেখেই পরিষ্কার বোঝা যায়, খুব তাড়াতাড়ি তিনি ভারতে এই গাড়ি পাবেন। তারই অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই অল-রাউন্ডার। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply