ভারতের তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাডেজার ঘোড়াপ্রেমের কথা সকলেরই জানা। তবে গাড়ির প্রতিও জাড্ডুর আলাদা একটা টান রয়েছে। অডি, বিএমডব্লিউ তো ছিলই জাডেজার গাড়ির কালেকশনে। এ বার সেখানে যোগ হতে চলেছে আরও একটি বহুমূল্য গাড়ি। তারই অপেক্ষায় রয়েছেন জাড্ডু। এশিয়া কাপের আগে নিজেকে রোলস রয়েস গিফ্ট করছেন জাডেজা।
Aug 13, 2022 | 6:45 AM
Most Read Stories