Pro Kabaddi: নিলামে প্লেয়ারদের কোটি টাকা দর, শীঘ্রই শুরু প্রো কবাডির নবম সিজন


কবাডির প্রফেশনাল লিগ। দেখতে দেখতে নবম সিজনে এসে পৌঁছল প্রো কবাডি লিগ(PKL)। শীঘ্রই শুরু হবে নতুন সিজন।


Aug 13, 2022 | 8:00 AM

| Edited By: Tithimala Maji

Aug 13, 2022 | 8:00 AM




কবাডির প্রফেশনাল লিগ। দেখতে দেখতে নবম সিজনে এসে পৌঁছল প্রো কবাডি লিগ(PKL)। শীঘ্রই শুরু হবে নতুন সিজন (ছবি:টুইটার)

কবাডির প্রফেশনাল লিগ। দেখতে দেখতে নবম সিজনে এসে পৌঁছল প্রো কবাডি লিগ(PKL)। শীঘ্রই শুরু হবে নতুন সিজন (ছবি:টুইটার)

এবারের নিলামে প্রো কবাডি লিগ অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। নিলামে খেলোয়াড়দের দর পৌঁছল ২ কোটি টাকারও বেশি। প্রো কবাডি লিগের ইতিহাসে আগে যা দেখা যায়নি।(ছবি:টুইটার)

এবারের নিলামে প্রো কবাডি লিগ অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। নিলামে খেলোয়াড়দের দর পৌঁছল ২ কোটি টাকারও বেশি। প্রো কবাডি লিগের ইতিহাসে আগে যা দেখা যায়নি।(ছবি:টুইটার)

তামিল থ্যালাইভাস কবাডি স্টার পবন কুমার সেহরাওয়াতকে রেকর্ড ২.২৬ কোটি টাকায় দলে নিয়েছে। রাতারাতি কোটিপতি পবন।

তামিল থ্যালাইভাস কবাডি স্টার পবন কুমার সেহরাওয়াতকে রেকর্ড ২.২৬ কোটি টাকায় দলে নিয়েছে। রাতারাতি কোটিপতি পবন।

সে রাতে আরও যে তিন কবাডি খেলোয়াড় কোটিপতি হলেন, তাঁদের মধ্যে একজন বিকাশ খাণ্ডোলা,  ইরানের ফজল অলরাচালি এবং গুমান সিং। ১.৭ কোটি টাকায় বেঙ্গালুরু বুলসে গিয়েছেন বিকাশ। ১.৩৮ কোটি টাকায় ফজলের ঠিকানা ১.৩৮ কোটি টাকায় পুনেরি পল্টন। গুমান সিংয়ের সার্ভিস পাচ্ছে ইউ মুম্বা।(ছবি:টুইটার)

সে রাতে আরও যে তিন কবাডি খেলোয়াড় কোটিপতি হলেন, তাঁদের মধ্যে একজন বিকাশ খাণ্ডোলা, ইরানের ফজল অলরাচালি এবং গুমান সিং। ১.৭ কোটি টাকায় বেঙ্গালুরু বুলসে গিয়েছেন বিকাশ। ১.৩৮ কোটি টাকায় ফজলের ঠিকানা ১.৩৮ কোটি টাকায় পুনেরি পল্টন। গুমান সিংয়ের সার্ভিস পাচ্ছে ইউ মুম্বা।(ছবি:টুইটার)

২০১৪ সালে শুরু হওয়া প্রো কবাডি লিগ অনেকটা পথ পাড়ি দিয়ে নবম সিজনে এসে পৌঁছেছে। জনপ্রিয়তা, দর্শক এবং আর্থিক দিক থেকে পিকেএল এখন বেশ উন্নত। (ছবি:টুইটার)

২০১৪ সালে শুরু হওয়া প্রো কবাডি লিগ অনেকটা পথ পাড়ি দিয়ে নবম সিজনে এসে পৌঁছেছে। জনপ্রিয়তা, দর্শক এবং আর্থিক দিক থেকে পিকেএল এখন বেশ উন্নত। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply