হারারেতে প্রথম দিনের অনুশীলনে মেন ইন ব্লু


১৮ অগস্ট থেকে শুরু হবে জিম্বাবোয়ে বনাম ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। আগামীকাল রাতে হারারে পৌঁছে গিয়েছিলেন শিখর ধাওয়ানরা। আজ সেখানে প্রথম দিনের অনুশীলনে নেমে পড়লেন শুভমন গিলরা।


Aug 14, 2022 | 11:14 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 14, 2022 | 11:14 PM




১৮ অগস্ট থেকে শুরু হবে জিম্বাবোয়ে বনাম ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। আগামীকাল রাতে হারারে পৌঁছে গিয়েছিলেন শিখর ধাওয়ানরা। আজ সেখানে প্রথম দিনের অনুশীলনে নেমে পড়লেন শুভমন গিলরা।  (ছবি-বিসিসিআই টুইটার)

১৮ অগস্ট থেকে শুরু হবে জিম্বাবোয়ে বনাম ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। আগামীকাল রাতে হারারে পৌঁছে গিয়েছিলেন শিখর ধাওয়ানরা। আজ সেখানে প্রথম দিনের অনুশীলনে নেমে পড়লেন শুভমন গিলরা। (ছবি-বিসিসিআই টুইটার)

চোটের কারণে আইপিএল-২০২২ এ খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের সব থেকে দামি প্লেয়ার। দীর্ঘদিন পর ফের ২২ গজে ফিরলেন দীপক চাহার। (ছবি-বিসিসিআই টুইটার)

চোটের কারণে আইপিএল-২০২২ এ খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের সব থেকে দামি প্লেয়ার। দীর্ঘদিন পর ফের ২২ গজে ফিরলেন দীপক চাহার। (ছবি-বিসিসিআই টুইটার)

হারারের মাঠে বোলিং অ্যাকশনে প্রসিধ কৃষ্ণা-দীপক চাহার-মহম্মদ সিরাজরা। (ছবি-বিসিসিআই টুইটার)

হারারের মাঠে বোলিং অ্যাকশনে প্রসিধ কৃষ্ণা-দীপক চাহার-মহম্মদ সিরাজরা। (ছবি-বিসিসিআই টুইটার)

নেটে ব্যাটিং প্র্যাক্টিসে মত্ত ভারতের তারকা ওপেনার শুভমন গিল। (ছবি-বিসিসিআই টুইটার)

নেটে ব্যাটিং প্র্যাক্টিসে মত্ত ভারতের তারকা ওপেনার শুভমন গিল। (ছবি-বিসিসিআই টুইটার)

আজ টিম ইন্ডিয়ার দ্বিতীয় ব্যাচে হারারে রওনা দিয়েছেন ঈশান কিষাণ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান ও লোকেশ রাহুলরা। (ছবি-ঈশান কিষাণ ইন্সটাগ্রাম)

আজ টিম ইন্ডিয়ার দ্বিতীয় ব্যাচে হারারে রওনা দিয়েছেন ঈশান কিষাণ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান ও লোকেশ রাহুলরা। (ছবি-ঈশান কিষাণ ইন্সটাগ্রাম)






Most Read Stories


Leave a Reply