এশিয়া কাপে কোহলির ব্যাটে শতরান দেখার আশায় প্রাক্তন অধিনায়ক


টি ২০ ক্রিকেটে পাঁচটি শতরান রয়েছে বিরাট কোহলির। আন্তর্জাতিক টি ২০ তে অবশ্য কোনও শতরান নেই তাঁর। সর্বাধিক স্কোর অপরাজিত ৯৪।

Image Credit source: FILE PHOTO

নয়াদিল্লি : অপেক্ষা এশিয়া কাপের। বিরাট কোহলির (Virat Kohli) সমর্থকদের জন্য তো অবশ্যই। বিরাটের নিজের জন্যও এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তিন বছর তাঁর কোনও শতরান নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান করা ক্রিকেটারের কাছে এটা ব্যর্থতাই। সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য কোনও ইনিংসও নেই। ইংল্যান্ড সফরের পর তাঁকে বিশ্রামও দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ, জিম্বাবোয়ে সফরেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। ছুটি কাটিয়ে এশিয়া কাপের (Asia Cup) প্রস্তুতিও শুরু করেছেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এশিয়া কাপে বিরাটের ব্যাটে শতরান দেখার অপেক্ষায়। ২৭ অগস্ট আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। পরদিনই হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ।

এশিয়া কাপে বিরাটকে নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিরাটের প্রস্তুতি প্রয়োজন। ওকে আরও বেশি ম্যাচ খেলতে হবে। ও শতরান না পেলেও ভালো খেলছে। প্রত্যাশা করছি, এশিয়া কাপে বিরাট একটা শতরান করবে। আমি খুবই আশাবাদী।’ এ বছর টি ২০ বিশ্বকাপও রয়েছে। সে কারণেই এশিয়া কাপ টি ২০ ফরম্যাটে খেলা হচ্ছে। টি ২০ ক্রিকেটে পাঁচটি শতরান রয়েছে বিরাট কোহলির। আন্তর্জাতিক টি ২০ তে অবশ্য কোনও শতরান নেই তাঁর। সর্বাধিক স্কোর অপরাজিত ৯৪। সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী, এশিয়া কাপে বিরাট কোহলি শতরান করতেই পারেন।

ক্রিকেট মাঠে ফিরছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন সৌরভ। বিশ্ব ক্রিকেট একাদশের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেবেন সৌরভ। প্রিয় ইডেন গার্ডেন্সে ম্যাচ। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক বলছেন, ‘আরও একবার ইডেন গার্ডেন্সে খেলার জন্য মুখিয়ে রয়েছি। উত্তেজনায় ফুটছি। স্পেশাল একটি ম্য়াচ হতে চলেছে। এখন আর প্র্যাকটিস করি না। কেমন পারফর্ম করব জানি না। আগের মতোই যদি কভার ড্রাইভ খেলতে পারতাম…। ব্যাটে-বলে ভালো ভাবে সংযোগ করার অপেক্ষায় রয়েছি। ম্যাচটা উপভোগ করব।’

Leave a Reply