কানাডা মাস্টার্সে সিমোনা হালেপের কামাল


টরেন্টোয় হওয়া কানাডিয়ান ওপেনের ফাইনালে, ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার বিট্রিজ হাদ্দাদ মাইয়াকে হারালেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ। এই নিয়ে তৃতীয় বার কানাডিয়ান ওপেন খেতাব জিতলেন রোমানিয়ান টেনিস সুন্দরী। ফাইনালে হাদ্দাদকে ৬-৩, ২-৬, ৬-৩ ফলাফলে হারালেন সিমোনা।


Aug 15, 2022 | 1:36 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 15, 2022 | 1:36 PM




টরেন্টোয় হওয়া কানাডিয়ান ওপেনের ফাইনালে, ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার বিট্রিজ হাদ্দাদ মাইয়াকে হারালেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ (Simona Halep)। এই নিয়ে তৃতীয় বার কানাডিয়ান ওপেন খেতাব জিতলেন রোমানিয়ান টেনিস সুন্দরী। ফাইনালে হাদ্দাদকে ৬-৩, ২-৬, ৬-৩ ফলাফলে হারালেন সিমোনা। (ছবি-টুইটার)

টরেন্টোয় হওয়া কানাডিয়ান ওপেনের ফাইনালে, ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার বিট্রিজ হাদ্দাদ মাইয়াকে হারালেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ (Simona Halep)। এই নিয়ে তৃতীয় বার কানাডিয়ান ওপেন খেতাব জিতলেন রোমানিয়ান টেনিস সুন্দরী। ফাইনালে হাদ্দাদকে ৬-৩, ২-৬, ৬-৩ ফলাফলে হারালেন সিমোনা। (ছবি-টুইটার)

কানাডা মাস্টার্সের ফাইনালে প্রথম সেটে হাদ্দাদের বিরুদ্ধে ৬-৩ জেতেন সিমোনা। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার। সিমোনা ২-৬ হারেন দ্বিতীয় সেট। কিন্তু হাল ছাড়েননি তিনি। পরের সেটেই ফের বাজিমাত সিমোনার। (ছবি-টুইটার)

কানাডা মাস্টার্সের ফাইনালে প্রথম সেটে হাদ্দাদের বিরুদ্ধে ৬-৩ জেতেন সিমোনা। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান ব্রাজিলিয়ান টেনিস প্লেয়ার। সিমোনা ২-৬ হারেন দ্বিতীয় সেট। কিন্তু হাল ছাড়েননি তিনি। পরের সেটেই ফের বাজিমাত সিমোনার। (ছবি-টুইটার)

এই নিয়ে তৃতীয়বার ডব্লিউটিএ মাস্টার্স ১০০০ খেতাব জিতলেন সিমোনা হালেপ। এর আগে ২০১৬ ও ২০১৮ কানাডিয়ান ওপেন জিতেছিলেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা। (ছবি-টুইটার)

এই নিয়ে তৃতীয়বার ডব্লিউটিএ মাস্টার্স ১০০০ খেতাব জিতলেন সিমোনা হালেপ। এর আগে ২০১৬ ও ২০১৮ কানাডিয়ান ওপেন জিতেছিলেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা। (ছবি-টুইটার)

সি-মো-না... এই ধ্বনিই ফাইনালের লড়াইয়ে সাহস জুগিয়েছিল সিমোনা হালেপকে। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন, "এখানে প্রচুর রোমানিয়ান আছে এবং যারা আমাকে সব সময় সমর্থন করেছেন। আমি সত্যিই এখানে জিততে পেরে ভীষণ খুশি।" (ছবি-টুইটার)

সি-মো-না… এই ধ্বনিই ফাইনালের লড়াইয়ে সাহস জুগিয়েছিল সিমোনা হালেপকে। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন, “এখানে প্রচুর রোমানিয়ান আছে এবং যারা আমাকে সব সময় সমর্থন করেছেন। আমি সত্যিই এখানে জিততে পেরে ভীষণ খুশি।” (ছবি-টুইটার)

বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা সিমোনা হালেপ এই জয়ের ফলে আগামী সপ্তাহে ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০ এর মধ্যে ছয় নম্বর স্থানে ঢুকে পড়বেন। যা নিয়ে সিমোনা বলেন, "আমি দীর্ঘদিন সেখানে ছিলাম। কিন্তু আবার প্রথম ১০ এ ফিরে আসাটা সত্যিই বিশাল ব্যপার। আমি এই পারফরম্যান্সে খুশি।" (ছবি-টুইটার)

বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা সিমোনা হালেপ এই জয়ের ফলে আগামী সপ্তাহে ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০ এর মধ্যে ছয় নম্বর স্থানে ঢুকে পড়বেন। যা নিয়ে সিমোনা বলেন, “আমি দীর্ঘদিন সেখানে ছিলাম। কিন্তু আবার প্রথম ১০ এ ফিরে আসাটা সত্যিই বিশাল ব্যপার। আমি এই পারফরম্যান্সে খুশি।” (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply