Premier league: কন্তে-টুচেলের হাতাহাতি, লালকার্ড! দুই ম্যানেজারের ঝামেলায় সরগরম প্রিমিয়র লিগ


মরসুমে শুরুতেই উত্তেজনায় ভরপুর প্রিমিয়র লিগ। রবিবার লন্ডন ডার্বিতে চেলসি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার বৈরিতা আরও একবার প্রকট হল। মাঠে উত্তেজনা ছাড়িয়ে দুই ম্যানেজার আন্তোনিও কন্তে ও টমাস টুচেলের প্রায় মারামারিতে জড়িয়ে পড়া উঠে এল শিরোনামে।


Aug 15, 2022 | 10:38 AM

| Edited By: Tithimala Maji

Aug 15, 2022 | 10:38 AM




মরসুমে শুরুতেই উত্তেজনায় ভরপুর প্রিমিয়র লিগ। রবিবার লন্ডন ডার্বিতে চেলসি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার বৈরিতা আরও একবার প্রকট হল। মাঠে উত্তেজনা ছাড়িয়ে দুই ম্যানেজার আন্তোনিও কন্তে ও টমাস টুচেলের প্রায় মারামারিতে জড়িয়ে পড়া উঠে এল শিরোনামে। (ছবি:টুইটার)

মরসুমে শুরুতেই উত্তেজনায় ভরপুর প্রিমিয়র লিগ। রবিবার লন্ডন ডার্বিতে চেলসি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার বৈরিতা আরও একবার প্রকট হল। মাঠে উত্তেজনা ছাড়িয়ে দুই ম্যানেজার আন্তোনিও কন্তে ও টমাস টুচেলের প্রায় মারামারিতে জড়িয়ে পড়া উঠে এল শিরোনামে। (ছবি:টুইটার)

ফুটবল কোচদের মধ্যে খ্যাপাটে বলে বদনাম রয়েছে টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তের। চেলসি কোচ টুচেলও কম যান না। রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে দুই দলের ম্যাচ শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচ শেষে উত্তেজনা বাড়িয়ে দিলেন দুই কোচ। (ছবি:টুইটার)

ফুটবল কোচদের মধ্যে খ্যাপাটে বলে বদনাম রয়েছে টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তের। চেলসি কোচ টুচেলও কম যান না। রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে দুই দলের ম্যাচ শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচ শেষে উত্তেজনা বাড়িয়ে দিলেন দুই কোচ। (ছবি:টুইটার)

প্রথমার্ধে নবাগত কালিদু কুলিবালির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। বিরতির পর টটেনহ্যাম সমতায় ফেরে ৬৮ মিনিটে পিয়ের এমিল হইবিয়ার শটে। গোলের পর টুচেল এবং কন্তের মধ্যে প্রায় মারামারি লেগে যাচ্ছিল। বাকিরা এসে তখনকার মতো বিষয়টির সামাল দেয়।(ছবি:টুইটার)

প্রথমার্ধে নবাগত কালিদু কুলিবালির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। বিরতির পর টটেনহ্যাম সমতায় ফেরে ৬৮ মিনিটে পিয়ের এমিল হইবিয়ার শটে। গোলের পর টুচেল এবং কন্তের মধ্যে প্রায় মারামারি লেগে যাচ্ছিল। বাকিরা এসে তখনকার মতো বিষয়টির সামাল দেয়।(ছবি:টুইটার)

৭৭ মিনিটে রাহিম স্টার্লিংয়ের পাস থেকে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন রিস জেমস। তৎক্ষণাৎ স্পার্সদের দিকে ছুটে যান টুচেল। কন্তের সামনে গিয়ে হুঙ্কার ছাড়াতে থাকেন।(ছবি:টুইটার)

৭৭ মিনিটে রাহিম স্টার্লিংয়ের পাস থেকে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন রিস জেমস। তৎক্ষণাৎ স্পার্সদের দিকে ছুটে যান টুচেল। কন্তের সামনে গিয়ে হুঙ্কার ছাড়াতে থাকেন।(ছবি:টুইটার)

এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে ইভান পেরিসিচের পাস থেকে গোল করে সমতায় ফেরান স্পার্স তারকা হ্যারি কেন। (ছবি:টুইটার)

এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে ইভান পেরিসিচের পাস থেকে গোল করে সমতায় ফেরান স্পার্স তারকা হ্যারি কেন। (ছবি:টুইটার)

ম্যাচ শেষে হাত মেলানোর সময় ফের লেগে যায় কন্তে ও টুচেলের। দুই ম্যানেজারকে ছাড়াতে কোচিং স্টাফ ও ফুটবলাররা এগিয়ে আসে। শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দু'জনকে।(ছবি:টুইটার)

ম্যাচ শেষে হাত মেলানোর সময় ফের লেগে যায় কন্তে ও টুচেলের। দুই ম্যানেজারকে ছাড়াতে কোচিং স্টাফ ও ফুটবলাররা এগিয়ে আসে। শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দু’জনকে।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply