Premier League: বয়সকে তুড়ি মেরে ওড়ানো প্রিমিয়র লিগের ‘বুড়ো’র দল


কেউ ৩৭ পেরিয়ে শীঘ্রই ৩৮ বছরে পা দেবেন। কেউ সবে ৩৭ বছরে পা দিয়েছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়র লিগে একাধিক ফুটবলার রয়েছেন যাঁরা বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দীর্ঘদিন ধরে চুটিয়ে খেলে যাচ্ছেন।


Aug 15, 2022 | 8:45 AM

| Edited By: Tithimala Maji

Aug 15, 2022 | 8:45 AM




কেউ ৩৭ পেরিয়ে শীঘ্রই ৩৮ বছরে পা দেবেন। কেউ সবে ৩৭ বছরে পা দিয়েছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়র লিগে একাধিক ফুটবলার রয়েছেন যাঁরা বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দীর্ঘদিন ধরে চুটিয়ে খেলে যাচ্ছেন। (ছবি:টুইটার)

কেউ ৩৭ পেরিয়ে শীঘ্রই ৩৮ বছরে পা দেবেন। কেউ সবে ৩৭ বছরে পা দিয়েছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়র লিগে একাধিক ফুটবলার রয়েছেন যাঁরা বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দীর্ঘদিন ধরে চুটিয়ে খেলে যাচ্ছেন। (ছবি:টুইটার)

প্রথমেই আসা যাক থিয়োগো এমিলিয়ানো ডি সিলভার কথায়। বয়স ৩৭ বছর ১০ মাস ২৩ দিন। সিরি আ, লিগ ওয়ান ঘুরে ২০২০ সালে প্রিমিয়র লিগের ক্লাব চেলসিতে আসেন থিয়োগো। বহাল তবিয়তে খেলে যাচ্ছেন। (ছবি:টুইটার)

প্রথমেই আসা যাক থিয়োগো এমিলিয়ানো ডি সিলভার কথায়। বয়স ৩৭ বছর ১০ মাস ২৩ দিন। সিরি আ, লিগ ওয়ান ঘুরে ২০২০ সালে প্রিমিয়র লিগের ক্লাব চেলসিতে আসেন থিয়োগো। বহাল তবিয়তে খেলে যাচ্ছেন। (ছবি:টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান বয়স ৩৭ বছর ৬ মাস। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড স্ট্রাইকার প্রিমিয়র লিগের বয়স্ক ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে। এই পরিসংখ্যান পাশে না থাকলে ৩৭ বছরের রোনাল্ডোকে দেখে বয়স বোঝার সাধ্যি কার?(ছবি:টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান বয়স ৩৭ বছর ৬ মাস। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড স্ট্রাইকার প্রিমিয়র লিগের বয়স্ক ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে। এই পরিসংখ্যান পাশে না থাকলে ৩৭ বছরের রোনাল্ডোকে দেখে বয়স বোঝার সাধ্যি কার?(ছবি:টুইটার)

প্রিমিয়র লিগের ক্লাব অ্যাস্টন ভিলার অধিনায়ক অ্যাশলে সাইমন ইয়ং। বর্তমান বয়স ৩৭ বছর ১ মাস ৫ দিন।(ছবি:টুইটার)

প্রিমিয়র লিগের ক্লাব অ্যাস্টন ভিলার অধিনায়ক অ্যাশলে সাইমন ইয়ং। বর্তমান বয়স ৩৭ বছর ১ মাস ৫ দিন।(ছবি:টুইটার)

১০৮টি ম্যাচে দেশের হয়ে খেলেছেন। ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে শেষবারের জন্য খেলবেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। ২০১২ সাল থেকে টটেনহ্য়ামের হয়ে খেলছেন ৩৫ বছর ৭ মাস ২০ দিনের হুগো।(ছবি:টুইটার)

১০৮টি ম্যাচে দেশের হয়ে খেলেছেন। ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে শেষবারের জন্য খেলবেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। ২০১২ সাল থেকে টটেনহ্য়ামের হয়ে খেলছেন ৩৫ বছর ৭ মাস ২০ দিনের হুগো।(ছবি:টুইটার)

লেস্টার সিটির স্ট্রাইকার জেমি রিচার্ড ভার্ডি ২০১২ সাল থেকে লেস্টার সিটির সদস্য। বর্তমান বয়স ৩৫ বছর ৭ মাস ৩ দিন।(ছবি:টুইটার)

লেস্টার সিটির স্ট্রাইকার জেমি রিচার্ড ভার্ডি ২০১২ সাল থেকে লেস্টার সিটির সদস্য। বর্তমান বয়স ৩৫ বছর ৭ মাস ৩ দিন।(ছবি:টুইটার)

৩১ বছর ৯ মাস ৭ দিন। এই বয়সের ফুটবলারকে 'বুড়ো' বলাটা মোটেও খাটে  না। তবে খেলার দুনিয়া অন্যরকম। এখানে তিরিশের গণ্ডি পার হওয়া মানেই বুড়োর দলে প্রবেশ। মাদ্রিদ-জাত গোলরক্ষক ২০১১ সাল থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সদস্য। (ছবি:টুইটার)

৩১ বছর ৯ মাস ৭ দিন। এই বয়সের ফুটবলারকে ‘বুড়ো’ বলাটা মোটেও খাটে না। তবে খেলার দুনিয়া অন্যরকম। এখানে তিরিশের গণ্ডি পার হওয়া মানেই বুড়োর দলে প্রবেশ। মাদ্রিদ-জাত গোলরক্ষক ২০১১ সাল থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সদস্য। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply