প্রতিটা টুর্নামেন্টেরই প্রথম ম্যাচ বাড়তি গুরুত্ব রাখে। শুরু ভালো হলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। সতর্ক মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ।
Image Credit source: FACEBOOK
কলকাতা : দেশের ঐতিহ্যশালী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ (Durand Cup) শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে নামছে কলকাতার এক প্রধান। গত বারের চ্যাম্পিয়ন এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। গত মরসুমে ধারাবাহিকতায় মহমেডান (Mohammedan SC) সমর্থকদের চোখের মণি হয়ে উঠেছিলেন মার্কাস জোসেফ। একক দক্ষতায় বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন। এবার তাঁকেই অধিনায়ক করা হয়েছে। স্বাধীনতা দিবসে ক্লাবের নতুন জার্সি উন্মোচন এবং পুরো স্কোয়াড ঘোষণা করল মহমেডান স্পোর্টিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া এবং কলকাতার তৃতীয় শক্তি।
টুর্নামেন্টের জন্য প্রস্তুতি ভালো হয়েছে। প্রতিটা টুর্নামেন্টেরই প্রথম ম্যাচ বাড়তি গুরুত্ব রাখে। শুরু ভালো হলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। সতর্ক মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ। ম্যাচের আগের দিন মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ বলেন, ‘কোচ, প্লেয়াররা যতই অভিজ্ঞ হোক, প্রতিযোগিতার প্রথম ম্যাচ জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ। এফসি গোয়া বড় দল। ওরা গতবারের চ্যাম্পিয়ন। এই ম্যাচটি স্পেশাল। আমি আশাবাদী, আমার দলের ফুটবলাররা শুরুটা ভালো করবে।’ অধিনায়ক মার্কাস জোসেফ বলেন, ‘মহমেডানের জার্সিতে সাফল্য পেতে চাই। নিজে ভালো খেলে দলে অবদান রাখতে চাই। মূল লক্ষ্য থাকবে দল যাতে সেরা জায়গায় থাকে। সমর্থকদের অনুরোধ করব, আপনারা মাঠে এসে সমর্থন করুন। আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনাদের মুখে হাসি বজায় রাখতে।’
গত বারের চ্যাম্পিয়ন। এটাই যেন বাড়তি চাপের বিষয় এফসি গোয়ার জন্য। কোচ ডেগি কার্ডোজো অবশ্য প্লেয়ারদের খোলা মনে খেলারই বার্তা দিচ্ছেন। নিজের ফুটবলারদের উপর ভরসা রাখছেন। খেতাব ধরে রাখতে পারবেন বলেও আশাবাদী। কার্ডোজো বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ডুরান্ড কাপের মতো সম্মানজনক প্রতিযোগিতায় খেলার জন্য মুখিয়ে রয়েছে ওরা। শুধু খেলাই নয়, প্রতিযোগিতায় বড় ছাপ ফেলাই লক্ষ্য। যে জায়গা গুলো নিয়ে সমস্যা ছিল, ভুল-ত্রুটি ছিল, নিজেদের মধ্যে আলোচনার পর সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে ফুটবলাররা।’
মহমেডানের জন্য ঘরের মাঠের সমর্থন থাকবে। সেটাও মাথায় রাখছেন এফসি গোয়া কোচ। বরং এটাই তাদের বাড়তি প্রেরণা দেবে বলে মনে করেন এফসি গোয়া কোচ। কার্ডোজো বলছেন, আমরা কোনও চাপে নেই। লক্ষ্য পরিষ্কার-নিজেদের সেরা সংস্করণ হয়ে উঠতে হবে। পুনরায় ট্রফি নিয়ে ফিরতে হবে। সমর্থকদের সামনে খেলাটা আমাদের বাড়তি প্রেরণা দেবে। আমাদের মনে করাবে, আমরা কেন এখানে এসেছি।’