সাড়ে চার দশকের উজ্জ্বল ধারাভাষ্য কেরিয়ারের ইতি, মাইক তুলে রাখলেন ইয়ান চ্যাপেল


গত ৪৫ বছর ধরে মাইক্রোফোন ছিল অজি প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেলের সঙ্গী। সেই মাইক এ বার সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন চ্যাপেল। ক্রিকেট ছেড়েছিলেন বহু আগেই। এ বার ধারাভাষ্য থেকেও নিজেকে সরিয়ে নিলেন। ৭৮ বছরের ইয়ান ক্রিকেট কেরিয়ারে যেমন সফল ছিলেন, ধারাভাষ্যকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।


Aug 16, 2022 | 8:45 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 16, 2022 | 8:45 AM




গত ৪৫ বছর ধরে মাইক্রোফোন ছিল অজি প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেলের (Ian Chappell) সঙ্গী। সেই মাইক এ বার সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন চ্যাপেল। ক্রিকেট ছেড়েছিলেন বহু আগেই। এ বার ধারাভাষ্য থেকেও নিজেকে সরিয়ে নিলেন। ৭৮ বছরের ইয়ান ক্রিকেট কেরিয়ারে যেমন সফল ছিলেন, ধারাভাষ্যকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। (ছবি-টুইটার)

গত ৪৫ বছর ধরে মাইক্রোফোন ছিল অজি প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেলের (Ian Chappell) সঙ্গী। সেই মাইক এ বার সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন চ্যাপেল। ক্রিকেট ছেড়েছিলেন বহু আগেই। এ বার ধারাভাষ্য থেকেও নিজেকে সরিয়ে নিলেন। ৭৮ বছরের ইয়ান ক্রিকেট কেরিয়ারে যেমন সফল ছিলেন, ধারাভাষ্যকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। (ছবি-টুইটার)

 ১৯৮০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, ধারাভাষ্যকার হিসেবে হাতেখড়ি হয় ইয়ান চ্যাপেলের। রিচি বেনো, বিল লরি, টনি গ্রেগদের সঙ্গে চ্যানেল নাইনে ধারাভাষ্য দিতেন ইয়ান চ্যাপেল। (ছবি-টুইটার)

১৯৮০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, ধারাভাষ্যকার হিসেবে হাতেখড়ি হয় ইয়ান চ্যাপেলের। রিচি বেনো, বিল লরি, টনি গ্রেগদের সঙ্গে চ্যানেল নাইনে ধারাভাষ্য দিতেন ইয়ান চ্যাপেল। (ছবি-টুইটার)

ক্রিকেট নিয়ে চুলচেরা বিশ্লেষণে পটু ছিলেন ইয়ান চ্যাপেল। ক্রিকেট নিয়ে তাঁর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির জন্য চ্যাপেলের ধারাভাষ্য মন্ত্রমুগ্ধের মতো শুনত ক্রিকেটপ্রেমীরা। সাড়ে চার দশকেরও বেশি ধারাভাষ্য দিয়েছেন ইয়ান চ্যাপেল। (ছবি-টুইটার)

ক্রিকেট নিয়ে চুলচেরা বিশ্লেষণে পটু ছিলেন ইয়ান চ্যাপেল। ক্রিকেট নিয়ে তাঁর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির জন্য চ্যাপেলের ধারাভাষ্য মন্ত্রমুগ্ধের মতো শুনত ক্রিকেটপ্রেমীরা। সাড়ে চার দশকেরও বেশি ধারাভাষ্য দিয়েছেন ইয়ান চ্যাপেল। (ছবি-টুইটার)

সদ্য সিডনি মর্নিং হেরল্ডকে ইয়ান চ্যাপেল জানিয়ে দিয়েছেন, কয়েকদিন ধরেই তিনি ধারাভাষ্য থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন। এখন তিনি মনে করছেন সঠিক সময় চলে এসেছে। তিনি আর শারীরিক দিক থেকেও আগের মতো ধকল সামলানোর অবস্থায় নেই। তাই সব মিলিয়েই এই সিদ্ধান্ত। (ছবি-টুইটার)

সদ্য সিডনি মর্নিং হেরল্ডকে ইয়ান চ্যাপেল জানিয়ে দিয়েছেন, কয়েকদিন ধরেই তিনি ধারাভাষ্য থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন। এখন তিনি মনে করছেন সঠিক সময় চলে এসেছে। তিনি আর শারীরিক দিক থেকেও আগের মতো ধকল সামলানোর অবস্থায় নেই। তাই সব মিলিয়েই এই সিদ্ধান্ত। (ছবি-টুইটার)

ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ৭৫টি টেস্ট ম্যাচে খেলেছেন। ১৪টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরিসহ তিনি ৫৩৪৫ রান সংগ্রহ করেছেন টেস্টে। দেশের হয়ে মোট ১৬টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে খেলেছিলেন চ্যাপেল। সেখানে ৮টি হাফসেঞ্চুরিসহ ৬৭৩ রান সংগ্রহ করেন তিনি। পাশাপাশি টেস্টে ২০টি ও ওয়ান ডে ক্রিকেটে ২টি উইকেটও রয়েছে চ্যাপেলের ঝুলিতে। (ছবি-টুইটার)

ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ৭৫টি টেস্ট ম্যাচে খেলেছেন। ১৪টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরিসহ তিনি ৫৩৪৫ রান সংগ্রহ করেছেন টেস্টে। দেশের হয়ে মোট ১৬টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে খেলেছিলেন চ্যাপেল। সেখানে ৮টি হাফসেঞ্চুরিসহ ৬৭৩ রান সংগ্রহ করেন তিনি। পাশাপাশি টেস্টে ২০টি ও ওয়ান ডে ক্রিকেটে ২টি উইকেটও রয়েছে চ্যাপেলের ঝুলিতে। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply