AIFF-কে সাসপেন্ড করল ফিফা, সংকটে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ


Published by: Anwesha Adhikary |    Posted: August 16, 2022 8:22 am|    Updated: August 16, 2022 8:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বসম্মতভাবে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ কে সাসপেন্ড করল ফিফা। তৃতীয় পক্ষের অনৈতিক হস্তক্ষেপের কারণেই ভারতীয় ফুটবল সংস্থাকে সাসপেন্ড করা হয়েছে। ফিফার নিয়মাবলি লঙ্ঘন করেছে ভারত, এই অভিযোগেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। সোমবার রাতেই এই ফিফার তরফ থেকে সিদ্ধান্তের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। সাসপেন্ড হয়ে যাওয়ার ফলে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। চলতি বছরের অক্টোবর মাসেই এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল ভারতের। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

 

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply