Team India in Harare: অল্প জলে স্নান, বাতিল পুল সেশন; হারারেতে তীব্র জলকষ্টে ধাওয়ানরা


ঝটপট স্নান সেরে ফেলতে হবে। জল নষ্ট করা চলবে না। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। হারারেতে এই মুহূর্তে তীব্র জলকষ্ট চলছে। তারই মধ্যে জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারত। জলের সমস্যার কথা মাথায় রেখে ক্রিকেটারদের স্বল্প জলে কাজ সারার অনুরোধ জানানো হয়েছে।


Aug 17, 2022 | 2:54 PM

| Edited By: Tithimala Maji

Aug 17, 2022 | 2:54 PM




ঝটপট স্নান সেরে ফেলতে হবে। জল নষ্ট করা চলবে না। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। হারারেতে এই মুহূর্তে তীব্র জলকষ্ট চলছে। তারই মধ্যে জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারত। জলের সমস্যার কথা মাথায় রেখে ক্রিকেটারদের স্বল্প জলে কাজ সারার অনুরোধ জানানো হয়েছে। (ছবি: টুইটার)

ঝটপট স্নান সেরে ফেলতে হবে। জল নষ্ট করা চলবে না। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। হারারেতে এই মুহূর্তে তীব্র জলকষ্ট চলছে। তারই মধ্যে জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারত। জলের সমস্যার কথা মাথায় রেখে ক্রিকেটারদের স্বল্প জলে কাজ সারার অনুরোধ জানানো হয়েছে। (ছবি: টুইটার)

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সবকটি ম্যাচ খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ। তার আগে বোর্ডের তরফে লোকেশ রাহুলদের পুল সেশন বাতিল করা হয়েছে। বলাই বাহুল্য, জলের অপচয় রুখতে এই সিদ্ধান্ত। (ছবি: টুইটার)

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সবকটি ম্যাচ খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ। তার আগে বোর্ডের তরফে লোকেশ রাহুলদের পুল সেশন বাতিল করা হয়েছে। বলাই বাহুল্য, জলের অপচয় রুখতে এই সিদ্ধান্ত। (ছবি: টুইটার)

হারারেতে ২০ লক্ষ মানুষের বাস। ৪৮ ঘণ্টার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় এত বড় সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে জল নেই। তীব্র জলকষ্টে ভুগছেন তাঁরা। এই পরিস্থিতিতে ভারতীয় দলের পুল সেশন নেহাতই বিলাসিতা। (ছবি: টুইটার)

হারারেতে ২০ লক্ষ মানুষের বাস। ৪৮ ঘণ্টার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় এত বড় সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে জল নেই। তীব্র জলকষ্টে ভুগছেন তাঁরা। এই পরিস্থিতিতে ভারতীয় দলের পুল সেশন নেহাতই বিলাসিতা। (ছবি: টুইটার)

পরিস্থিতির কথা জিম্বাবোয়ে বোর্ড বিসিসিআইকে জানায়। এরপর বোর্ডের তরফে খেলোয়াড়দের জলের ব্যবহার নিয়ে সতর্ক করে দেওয়া হয়। (ছবি: টুইটার)

পরিস্থিতির কথা জিম্বাবোয়ে বোর্ড বিসিসিআইকে জানায়। এরপর বোর্ডের তরফে খেলোয়াড়দের জলের ব্যবহার নিয়ে সতর্ক করে দেওয়া হয়। (ছবি: টুইটার)

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ ভারতের। শিখর ধাওয়ানের পরিবর্তে লোকেশ রাহুলকে অধিনায়ক করা হয়েছে এই সিরিজে। (ছবি: টুইটার)

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ ভারতের। শিখর ধাওয়ানের পরিবর্তে লোকেশ রাহুলকে অধিনায়ক করা হয়েছে এই সিরিজে। (ছবি: টুইটার)

নয় নয় করে তিনমাস পর মাঠে নামার জন্য মুখিয়ে অধিনায়ক লোকেশ রাহুল। চোট, করোনার প্রকোপ পেরিয়ে জিম্বাবোয়েতে মেন ইন ব্লু-র দায়িত্ব এখন তাঁর কাঁধে। (ছবি: টুইটার)

নয় নয় করে তিনমাস পর মাঠে নামার জন্য মুখিয়ে অধিনায়ক লোকেশ রাহুল। চোট, করোনার প্রকোপ পেরিয়ে জিম্বাবোয়েতে মেন ইন ব্লু-র দায়িত্ব এখন তাঁর কাঁধে। (ছবি: টুইটার)






Most Read Stories


Leave a Reply