ভারতের সিরিজ শুরু ১০ উইকেটের বিরাট জয়ে


লোকেশ রাহুলকে ব্যাট হাতে নামতেই হল না।

ধাওয়ান-শুভমনের ম্যাচ জেতানো অবিচ্ছিন্ন জুটি।

Image Credit source: PTI

হারারে : নজর ছিল লোকেশ রাহুল (KL Rahul), দীপক চাহারের (Deepak Chahar) দিকে। দ্বিতীয় জনের পারফরম্যান্স নজর কাড়ল। লোকেশ রাহুলকে ব্যাট হাতে নামতেই হল না। নতুন বলে দীপক চাহারের বোলিং দাপট। জিম্বাবোয়ের (India vs Zimbabwe) বিরুদ্ধে প্রথম ওয়ান ডে তে বোর্ডে ভারতের লক্ষ্য দাঁড়াল মাত্র ১৯০ রান। শিখর ধাওয়ান-শুভমন গিলের ওপেনিং জুটিই এই রান তুলে দিল। তাও আবার প্রায় ২০ ওভার বাকি থাকতেই। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ গোলে। শিখর ধাওয়ান অপরাজিত ৮১ রানে। শুভমন গিল ৮২ রানে অপরাজিত থাকলেন। জিম্বাবোয়ে সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছে। ভারতের বিরুদ্ধে সেই পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারল না জিম্বাবোয়ে। মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল তারা।

বিস্তারিত আসছে…

Leave a Reply