কাতার বিশ্বকাপের টিকিট শেষের পথে, বাকি রয়েছে মাত্র…


ফিফা এর আগে জানিয়েছিল, বিশ্বকাপ ফাইনালের জন্যই ৩ মিলিয়ন টিকিটের আবেদন এসেছে। ৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট নবনির্মিত লুসেইল স্টেডিয়ামের জন্য ৩ মিলিয়ন টিকিটের আবেদন।

Image Credit source: FIFA

জুরিখ : কাতার (Qatar 2022) বিশ্বকাপের টিকিটের চাহিদা তুঙ্গে। ইতিমধ্যেই ২.৪৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনটাই জানানো হয়েছে ফিফার তরফে। যারা এখনও টিকিট কাটেনি, তাঁদের অবশ্য হতাশ হওয়ার কিছু নেই। এখনও পাঁচ লক্ষ টিকিট বিক্রির জন্য রয়েছে। প্রতিযোগিতার এখনও তিন মাস বাকি। খুব তাড়াতাড়ি এই টিকিটও শেষ হয়ে যাবে, এমনটা প্রত্যাশা করাই যায়। বিশ্ব ফুটবলের দুই তারকা লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) এটিই শেষ বিশ্বকাপ। নিজের দেশের ম্যাচের পাশাপাশি ফুটবল প্রেমীরা এই দুই তারকার জন্য মাঠ ভরাবেন এমনটা প্রত্যাশা করাই যায়।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, আগে এলে আগে পাবেন ভিত্তিতে ৫ লক্ষ ২০ হাজার টিকিট ছাড়া হয়েছিল। যা এ সপ্তাহেই বন্ধ হয়েছে। সবচেয়ে বেশি টিকিটের চাহিদা ব্রাজিত বনাম সার্বিয়া এবং ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচ নিয়ে দেখা গিয়েছে। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক কাতার এবং পার্শ্ববর্তী দেশ সৌদি আরব এবং আরব আমির শাহিতে। এছাড়াও আমেরিকা, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এবং জার্মানির ফুটবল অনুরাগীরাও প্রচুর টিকিট কিনেছে। ২০ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। আটটি স্টেডিয়ামে ৬৪টি ম্যাচ। আসন সংখ্যা অনুযায়ী সব মিলিয়ে ৩ মিলিয়ন ছাড়া যাবে। এর মধ্যে ২ মিলিয়ন টিকিট সাধারণের জন্য ছাড়া হয়েছিল। ১ মিলিয়ন টিকিট রাখা হয়েছে ফিফা স্টেকহোল্ডার, সদস্য সংস্থা, স্পনসর, ব্রডকাস্টার এবং হসপিটালিটি প্রোগ্রামের জন্য।

ফিফা এর আগে জানিয়েছিল, বিশ্বকাপ ফাইনালের জন্যই ৩ মিলিয়ন টিকিটের আবেদন এসেছে। ৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট নবনির্মিত লুসেইল স্টেডিয়ামের জন্য ৩ মিলিয়ন টিকিটের আবেদন। এর থেকেই বোঝা যায়, বিশ্বকাপের চাহিদা কতটা। বাকি টিকিটগুলি বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে ফের জানানো হবে, শেষ পর্বের টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে। বুক হওয়া টিকিটের মধ্য থেকে স্টেক হোল্ডারদের অনেক টিকিটই হয়তো ফেরত আসবে। তেমনই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা দেশের সমর্থকরাও অনেকেই বাতিল করতে পারেন। সে সব বিষয় দেখেই শেষ পর্বের টিকিট বিক্রি শুরু হবে।

Leave a Reply