শনিবারই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইবেন ধাওয়ানরা। এ বার দেখার ঘরের মাঠে জিম্বাবোয়ে সিরিজে কামব্যাক করতে পারে কিনা।
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ
হারারে: জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে ভারত (India)। এই সিরিজের পরই এশিয়া কাপে (Asia Cup) নামবে টিম ইন্ডিয়া। আসন্ন এশিয়া কাপ স্কোয়াডের মাত্র দু’জন ক্রিকেটার, লোকেশ রাহুল এবং দীপক হুডা রয়েছেন এই সিরিজে। দীর্ঘদিন পর ফের ২২ গজে ফিরেছেন কেএল রাহুল। এই সিরিজের অধিনায়ক কেএল। শুভমন গিল ও শিখর ধাওয়ানের জমজমাট জুটির সুবাদে প্রথম ম্যাচে অবশ্য লোকেশকে ব্যাটিং করতে নামতে হয়নি। দ্বিতীয় ওয়ান ডে-তে নজরে থাকবেন ক্যাপ্টেন কেএল। উল্লেখ্য, রাহুলের মতো চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন দীপক চাহার। ৩টি উইকেট নিয়ে প্রথম ম্যাচে সেরার পুরস্কার গিয়েছে দীপকের নামেই। শনিবারই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইবেন ধাওয়ানরা। এ বার দেখার ঘরের মাঠে জিম্বাবোয়ে সিরিজে কামব্যাক করতে পারে কিনা। প্রথম ম্যাচে জিম্বাবোয়ের তারকা সিকন্দর রাজা ভালো রান পাননি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ভালো ফর্মে ছিলেন রাজা। তাই দ্বিতীয় ম্যাচে তিনিও নজরে থাকবেন।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে ভারত ও জিম্বাবোয়ে ৬৪ বার ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৫২ বার জিতেছে ভারত। এবং জিম্বাবোয়ে জিতেছে ১০ বার। পাশাপাশি জিম্বাবোয়ের মাটিতে মোট ২৪ টি ম্যাচে সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ২০ টি ম্যাচে জিতেছে ভারত এবং ৪ টি ম্যাচে জিতেছে জিম্বাবোয়ে।
ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি কবে শুরু হবে?
ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি আগামীকাল শনিবার (২০ অগস্ট) হবে।
ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club) হবে।
ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি শুরু হবে দুপুর ১২.৪৫ নাগাদ। ম্যাচের আগে ১২.১৫ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে।
ভারতীয় স্কোয়াড : লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, দীপক চাহার।
জিম্বাবোয়ে স্কোয়াড : রেগিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, তানাকা শিভাঙ্গা, ব্র্যাডলি এভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুজানাসে কাইতানো, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধবেরে, তাদিয়ানাসে মারুমানি, জন মাসারা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, ডোনাল্ড তিরিপানো।