আজ লিমা শহরে এসে পৌঁছেছেন, এ বার অনুশীলন শুরু করার পালা।
তিলোত্তমায় পৌঁছে গেলেন লাল-হলুদের তারকা বিদেশি অ্যালেক্স লিমা
কলকাতা: আজ, শুক্রবার কলকাতায় পৌঁছে গেলেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার অ্যালেক্স লিমা (Alex Lima)। ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি ফুটবলার হিসেবে শহরে এলেন লিমা। এর আগে, গত শনিবার কলকাতায় এসেছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালাম্বোস কিরিয়াকৌ। শুক্রবার সকাল ৮ট ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন অ্যালেক্স লিমা। তাঁকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে জড়ো হয়েছিলেন লাল-হলুদের একাধিক সমর্থক। ক্লাব কর্তারাও হাজির ছিলেন লিমাকে স্বাগত জানানোর জন্য। বিমানবন্দরে লিমাকে ইস্টবেঙ্গলের (East Bengal) পতাকায় মুড়িয়ে দেন ক্লাব কর্তারা।
গত মরসুমে জামশেদপুর এফসির জার্সিতে খেলেছেন অ্যালেক্স লিমা। উল্লেখ্য, আইএসএলে ৪১ টি ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। জামশেদপুর এফসিকে শিল্ড জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লিমা। পাশাপাশি ৩৩ বছরের ব্রাজিলিয়ান মিডিওর চারটে অ্যাসিস্টও আছে আইএসএলে। এ বার নতুন জার্সিতে লিমার নতুন মরসুম শুরু করার পালা। আজ লিমা শহরে এসে পৌঁছেছেন, এ বার অনুশীলন শুরু করার পালা। তাড়াতাড়ি লিমা ইস্টবেঙ্গলের হয়ে প্র্যাক্টিস শুরু করবেন।
উল্লেখ্য, সাইপ্রাসের ডিফেন্ডার চারালাম্বোস ইতিমধ্যেই পুরোদমে লাল-হলুদে অনুশীলন শুরু করে দিয়েছেন। সাইপ্রাসের হয়ে ১১টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। সেই দেশের ক্লাবের হয়ে বেশ কয়েকটা ঘরোয়া ট্রফিও জিতেছেন কিরিয়াকৌ।
ডুরান্ড কাপ শুরু হওয়ার আগে, একদিনে ৫ ফুটবলারকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। সেই তালিকায় রয়েছেন – সাইপ্রাসের ডিফেন্ডার চারালাম্বোস কিরিয়াকৌ, ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা, ইভান গঞ্জালেস, ক্লেইটন সিলভা এবং ক্লেইটন সিলভা। আপাতত দুই বিদেশি শহরে এসে পৌঁছে গিয়েছেন। ইস্টবেঙ্গল সূত্রের খবর, বাকি ৩ বিদেশি ফুটবলারেরও রবিবারের মধ্যে কলকাতায় চলে আসার কথা। এ ছাড়াও জানা গিয়েছে, ছয় নম্বর বিদেশি ফুটবলারও চুড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। উল্লেখ্য, ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফা নির্বাসিত করলেও, বিদেশি ফুটবলারদের আইএসএল এবং আই লিগের দলগুলির সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না ৷