উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেললেন ভারতের মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন বছর ২০-র মনীষা। সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এফসির জার্সিতে প্রথম ম্যাচ খেলে নিলেন মনীষা। শুরু থেকে খেলার সুযোগ পাননি ঠিকই, ম্যাচের ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্তে নেমেছিলেন মনীষা।
Aug 19, 2022 | 8:15 PM
Most Read Stories