Published by: Sulaya Singha | Posted: August 20, 2022 1:26 pm| Updated: August 20, 2022 1:26 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মিতালি রাজ। এবার জাতীয় দলের জার্সিকে আলবিদা বলতে চলেছেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। আগামী মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই হতে চলেছে ভারতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।
মিতালির অবসর ঘোষণার পরই চর্চা শুরু হয়েছিল চাকদহ এক্সপ্রেস ঝুলনকে নিয়ে। চর্চা চলছিল, ঝুলন গোস্বামীও কি তাহলে অবসর নিতে চলেছেন শীঘ্রই? যদিও শোনা গিয়েছিল, ভারতীয় পেসার এখনই অবসর নিয়ে কিছু ভাবছেন না। এরপরই শুক্রবার রাতে ইংল্যান্ড সফরের জন্য নির্বাচকরা ঝুলনকে রেখে ওয়ানডে টিম ঘোষণা করেন। তাতে স্বস্তি মেছে ক্রিকেটপ্রেমীদের। অনেকেই নিশ্চিত হয়ে যান, আপাতত অবসরের কোনও পরিকল্পনা নেই তাঁর। কিন্তু শনিবারই ছন্দপতন। জাতীয় দলের অভিজ্ঞ তারকা জানিয়ে দিলেন, আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন তিনি।
Veteran India woman cricketer Jhulan Goswami to play her farewell match against England at Lord’s. The third and final ODI on 24th September will be her last international appearance: BCCI sources
(File photo) pic.twitter.com/DWvUINh8mx
— ANI (@ANI) August 20, 2022
[আরও পড়ুন: আদালতে পেশের আগে আসানসোলে উত্তেজনা, অনুব্রতকে লক্ষ্য করে ফের ‘গরু চোর’ স্লোগান]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ