কোটি কোটি টাকার চুক্তি নিয়ে আসা বিদেশি ক্রিকেটারদের কি কঠিন নিয়ম শৃঙ্খলার বেড়াজালে বেঁধে ফেলতে পারবেন? নাকি ‘জ্যায়সি দেশ ওয়সি ভেস’-এর মতো প্রচলিত বাক্য মেনে চলবেন।
Image Credit source: Twitter
মুম্বই: ৬০ বছরের চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) কঠোর ক্রিকেটীয় গুরু হিসেবে পরিচিত। নিয়ম শৃঙ্খলা তাঁর কাছে বেদবাক্যের মতো। ছাত্ররা এর অন্যথা করতে পারেন না। তবে ঘরোয়া ক্রিকেট আর আইপিএলের (IPL) জগতের মধ্যে তফাৎ রয়েছে। গ্ল্যামার ও অর্থের ছড়াছড়ি। কোটি কোটি টাকার চুক্তি নিয়ে আসা বিদেশি ক্রিকেটারদের কি কঠিন নিয়ম শৃঙ্খলার বেড়াজালে বেঁধে ফেলতে পারবেন? নাকি ‘জ্যায়সি দেশ ওয়সি ভেস’-এর মতো প্রচলিত বাক্য মেনে চলবেন। কাজটা যে সহজ হবে না তা নিজেও উপলব্ধি করতে পারছেন নাইটদের (Kolkata Knight Risers) নয়া কোচ।
চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, খেলাটা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য যতটা করতে হয় করবেন। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্সের মতো বিদেশিদের সামলাতে যদি নিজেকে বদলে ফেলতে হয় সেটাই করতে রাজি। ৬টি রঞ্জি ট্রফি জয়ের কারিগর আইপিএলের ১৬তম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দিতে চান। চলতি বছরে শক্তিশালী মুম্বইকে হারিয়ে মধ্যপ্রদেশের হাতে রঞ্জি ট্রফি তুলে দেওয়া কোচ আত্মবিশ্বাসে ভরপুর। বলছেন, “সব জায়গায় একই পদ্ধতির ব্যবহার করার প্রয়োজন নেই। দলের প্রতিটি খেলোয়াড়কে বুঝতে হলে সামান্য ফ্লেক্সিবল হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সবসময় এটা করি।” রাসেল, কামিন্সদের মতো দলের শীর্ষ ক্রিকেটাররা যথেষ্ট অভিজ্ঞ। তাই আইপিএলের মঞ্চে গিয়ে রঞ্জি ট্রফির আদর্শ কখনই ব্যবহার করবেন না।
তিনি বলেন, “এরা সব অভিজ্ঞ খেলোয়াড়। এত বছর ধরে শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলছে। তাই প্রতিটি পর্যায়ে এরকম নিয়ম মেনে চলতে হবে তার বাধ্যবাধকতা নেই। তাঁদের পদ্ধতি বুঝতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে ক্রিকেটের চাহিদা পূর্ণ হয়। এর থেকে বড় অন্য কিছু নেই।”